প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মীম নোশিন নাওয়াল খান
অল্পবয়সী হাসিখুশি স্বপ্নবিলাসী মেয়ে মীম নোশিন নাওয়াল খান। জন্ম ৬ জানুয়ারি। খুব ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। প্রকৃতিপ্রেমী মীমের লেখার উৎসাহ, প্রেরণা ও বিষয়বস্তু প্রকৃতি, সঙ্গে মিশেছে অনেকটা কল্পনা আর খানিকটা সমাজ ও পরিবেশ। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক পত্রিকা এবং ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে লিখছে নিয়মিত। স্বীকৃতি স্বরূপ পেয়েছে বিভিন্ন পুরস্কার। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে “প্রথম আলো ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা”- ২০০৯ সালে অন্যতম সেরা, ২০১১ সালে “ক” গ্রুপে প্রথম স্থান, ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০১০ ও ২০১৪ সালে প্রিন্ট মিডিয়া-সৃজনশীল- অনূর্ধ্ব ১৮ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার, ২০১১ সালে মনোনয়ন, ২০১৩ এবং ২০১৫ সালে দ্বিতীয় পুরস্কার, ছোটদের মেলা সেরা শিশু লেখক পুরস্কার ২০১৪। বাংলার পাশাপাশি ইংরেজিতেও লেখে মীম। তার স্বীকৃতি হিসেবে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত হে ফেস্টিভ্যাল ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনে জিতে নিয়েছে অন্যতম সেরার পুরস্কার। দেশের গণ্ডি পেরিয়ে মীম লিখছে বাইরের অনলাইন এবং প্রিন্ট পত্রিকায়ও। ভারত এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি শিশু-কিশোরদের ম্যাগাজিনে ছাপা হয়েছে তার কিছু লেখা। আলোকচিত্র ও ছবি আঁকাতে দক্ষ মীমের ঝুলিতে এই বিষয়গুলোতেও নানা পুরস্কার রয়েছে। নিজের দুটি বইয়ের প্রচ্ছদ এঁকে আত্মপ্রকাশ করেছে প্রচ্ছদশিল্পী হিসেবেও। লেখালেখি, সাংবাদিকতা, আলোকচিত্র, ছবি আঁকা, বিতর্ক ও হাতের কাজ করা মীমের পছন্দের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ২য় জাতীয় আলোকচিত্র উৎসব ২০১৫-তে স্কুল লেভেলে প্রথম পুরস্কার অর্জন করেছে সে। এছাড়া ২০১৩ সালে বাংলাদেশ ইউথ লিডারশিপ ট্রেনিং সেন্টার থেকে ইউথ লিডারশিপের উপর গ্র্যাজুয়েশন করেছে। মীম টেনসা হাই আইকিউ সোসাইটির একমাত্র বাংলাদেশি সদস্য। বর্তমানে লেখাপড়ার পাশাপাশি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম এ সর্বকনিষ্ঠ নিউজরুম এডিটর হিসেবে কাজ করছে সে।