প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মার্সেল মোরিং
ডাচ-জার্মান সীমান্তবর্তী শিল্পনগরী এনশেড-এ ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন মার্সেল মােরিং এবং সেখানে মান্টেসরি প্রাইমারি স্কুলে পাঠ নেন। ষাট দশকের শেষ নাগাদ তাঁর পরিবার উত্তরে ছােট শহর অ্যাসেন-এ পাড়ি জমায়। এখানে তিনি মাধ্যমিক পর্যায়ের পড়াশােনা শেষ করেন এবং ডাচ সাহিত্যে দুবছর শিক্ষা গ্রহণ করেন। তের বছর বয়সেই যেহেতু লেখক হবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, আরও পড়াশােনা করার কারণ খুঁজে পান নি তিনি। এই বছরগুলােয় বেশ কিছু নাটক রচনা করেন তিনি। এরপর বান্ধবীকে নিয়ে নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের বৃহত্তম হারবার রটারডামে পাড়ি জমান তিনি। ১৯৯০ সালে মার্সেল মােরিং তাঁর প্রথম উপন্যাস মেন্ডেল এরফেনিস প্রকাশ করেন যা সমালােচকদের প্রশংসা লাভ করে। তাঁর দ্বিতীয় উপন্যাস হেট গ্রেটে ভারল্যাজেন (দ্য গ্রেট লঙিং) বুকার পুরস্কারের সমতুল্য ডাচ একেও (AKO) পুরস্কার অর্জন করে। কেবল নেদারল্যান্ডসেই দ্য গ্রেট লংগিঙএর লক্ষাধিক কপি বিক্রি হয়। মােরিং-এর তৃতীয় গ্রন্থটি একটি উপন্যাসিকা: বেদারফ ইজ ডি ওয়েগ ভ্যান অ্যালেক্সিস (ডিকে ইজ দ্য ওয়ে অব অল ফ্রেশ) এবং তারপর পাঁচশাে পৃষ্ঠার উপন্যাস: ইন ব্যাবিলন। বই দুটি গােল্ডেন আউলস এবং ১৯৯৮ সালের শ্রেষ্ঠ ডাচ/ফ্লেমিশ গ্রন্থের জন্যে ফ্লেমিশ পুরস্কার অর্জন করে। তার অতি সাম্প্রতিক উপন্যাস দ্য ডুম রুম।