Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Binoy Gosh books

followers

বিনয় ঘোষ

লেখক, গবেষক, সাহিত্য সমালােচক, সাংবাদিক ও সমাজতাত্ত্বিক বিনয় ঘােষ ১৪ জুন ১৯১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কালপেঁচা ছদ্মনামেও পরিচিত। তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের যশাের জেলার । তিনি কলকাতার আশুতােষ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতের ইতিহাস ও নৃতত্ত্ব বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বিনয় ঘােষের লেখা মার্কসীয় চেতনায় প্রভাবিত। তিনি যেমন রাজনীতি বিষয়ে বই লিখেছেন তেমনি সমাজ ও সংস্কৃতি বিষয়েও তার গবেষণামূলক গ্রন্থ রয়েছে অনেক। রাজনৈতিক বিষয়ে লেখা গ্রন্থগুলাের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি, সােভিয়েত সভ্যতা, ফ্যাসিজম ও জনযুদ্ধ, সােভিয়েত সমাজ ও সংস্কৃতি, মধ্যবিত্ত বিদ্রোহ প্রভৃতি উল্লেখযােগ্য। ইতিহাস, সমাজ ও সংস্কৃতি বিষয়ে তাঁর পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি ও সমাজ, নবজাগৃতি, বিদ্যাসাগর ও বাঙালী সমাজ, বিদ্রোহী ডিরােজিও, সুতানুটি সমাচার, বাংলার সামাজিক ইতিহাসের ধারা ছাড়াও আরাে অনেক গ্রন্থ রয়েছে। তিনি বেশ কিছু ছােটগল্পও রচনা করেছেন। বিনয় ঘােষ ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।

বিনয় ঘোষ এর বই সমূহ

(Showing 1 to 26 of 26 items)

Recently Viewed