প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
বিনয় ঘোষ
লেখক, গবেষক, সাহিত্য সমালােচক, সাংবাদিক ও সমাজতাত্ত্বিক বিনয় ঘােষ ১৪ জুন ১৯১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কালপেঁচা ছদ্মনামেও পরিচিত। তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের যশাের জেলার । তিনি কলকাতার আশুতােষ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতের ইতিহাস ও নৃতত্ত্ব বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বিনয় ঘােষের লেখা মার্কসীয় চেতনায় প্রভাবিত। তিনি যেমন রাজনীতি বিষয়ে বই লিখেছেন তেমনি সমাজ ও সংস্কৃতি বিষয়েও তার গবেষণামূলক গ্রন্থ রয়েছে অনেক। রাজনৈতিক বিষয়ে লেখা গ্রন্থগুলাের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি, সােভিয়েত সভ্যতা, ফ্যাসিজম ও জনযুদ্ধ, সােভিয়েত সমাজ ও সংস্কৃতি, মধ্যবিত্ত বিদ্রোহ প্রভৃতি উল্লেখযােগ্য। ইতিহাস, সমাজ ও সংস্কৃতি বিষয়ে তাঁর পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি ও সমাজ, নবজাগৃতি, বিদ্যাসাগর ও বাঙালী সমাজ, বিদ্রোহী ডিরােজিও, সুতানুটি সমাচার, বাংলার সামাজিক ইতিহাসের ধারা ছাড়াও আরাে অনেক গ্রন্থ রয়েছে। তিনি বেশ কিছু ছােটগল্পও রচনা করেছেন। বিনয় ঘােষ ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।