‘পশ্চিমবঙ্গের সংস্কৃতি’ পুরাকীর্তির বিবরণ নয়। বিভিন্ন জেলার নানারকম লৌকিক উৎসব আচার-অনুষ্ঠান প্রথা-সংস্কার দেবদেবী দেবালয় শিল্পকলা জনগোষ্ঠী প্রভৃতির বিবরণ, যার সমগ্র রূপকে ‘বঙ্গজনসংস্কৃতি' বলা যায়। প্রত্নতত্ত্ব বিভাগের রিপোর্টে (পূর্বাঞ্চলের) পুরাকীর্তির তালিকাবদ্ধ বিবরণ আছে। এ সমস্ত বিবরণের সঙ্গে ‘পশ্চিমবঙ্গের সংস্কৃতি’র একটা মৌল পার্থক্য আছে। এই গ্রন্থে প্রত্যেকটি সাংস্কৃতিক বিষয়ের যথাসম্ভব ব্যাখ্যা-বিশ্লেষণ, তাৎপর্য ও পশ্চাদভূমি উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কেবল প্রত্যক্ষদর্শীর বর্ণনা বা রিপোর্ট দিয়েই কোনো বিষয়-পরিচয় শেষ করা হয়নি। ব্যাখ্যা-বিশ্লেষণেরও একটি বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, সেটা যতদূর সম্ভব সমাজবিজ্ঞান-সম্মত । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে লেখক যা দেখেছেন, তা কখনও তাঁর কাছে রাজারাজড়াদের বা জমিদারদের কীর্তির চিহ্ন বলে মনে হয়নি বরং বাংলাদেশের অসাধারণ লোক-প্রতিভাজাত লোককীর্তি বলে মনে হয়েছে। বিশাল রাজপ্রাসাদ, বিরাট মন্দির, পাথরের অপূর্ব দেবমূর্তি, কাঠের আসবাবপত্র, চণ্ডীমণ্ডপ, লোহাপিতলকাসার নানারকম জিনিসপত্র— এগুলি তো রাজারা করেননি, তাঁদের প্রজারা করেছেন, অর্থাৎ বাংলার স্থপতি সূত্রধর ভাস্কর চিত্রশিল্পী মৃৎশিল্পী কর্মকার তন্তুবায় প্রভৃতি লোকসাধারণ করেছেন। তৃতীয় খণ্ডে আছে মুর্শিদাবাদ, নদীয়া ও ২৪ পরগনা।
লেখক, গবেষক, সাহিত্য সমালােচক, সাংবাদিক ও সমাজতাত্ত্বিক বিনয় ঘােষ ১৪ জুন ১৯১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কালপেঁচা ছদ্মনামেও পরিচিত। তাঁর পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের যশাের জেলার । তিনি কলকাতার আশুতােষ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতের ইতিহাস ও নৃতত্ত্ব বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। বিনয় ঘােষের লেখা মার্কসীয় চেতনায় প্রভাবিত। তিনি যেমন রাজনীতি বিষয়ে বই লিখেছেন তেমনি সমাজ ও সংস্কৃতি বিষয়েও তার গবেষণামূলক গ্রন্থ রয়েছে অনেক। রাজনৈতিক বিষয়ে লেখা গ্রন্থগুলাের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি, সােভিয়েত সভ্যতা, ফ্যাসিজম ও জনযুদ্ধ, সােভিয়েত সমাজ ও সংস্কৃতি, মধ্যবিত্ত বিদ্রোহ প্রভৃতি উল্লেখযােগ্য। ইতিহাস, সমাজ ও সংস্কৃতি বিষয়ে তাঁর পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি ও সমাজ, নবজাগৃতি, বিদ্যাসাগর ও বাঙালী সমাজ, বিদ্রোহী ডিরােজিও, সুতানুটি সমাচার, বাংলার সামাজিক ইতিহাসের ধারা ছাড়াও আরাে অনেক গ্রন্থ রয়েছে। তিনি বেশ কিছু ছােটগল্পও রচনা করেছেন। বিনয় ঘােষ ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।