প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. মোহাম্মদ ফজলূল হক
প্রফেসর ড. মুহাম্মদ ফজলুল হক একজন শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিক, শিল্পপতি, সাপ্তাহিক পলাশীর সম্পাদক ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়। থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও ফিলিপিন্স ইউনিভার্সিটিতে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুরস্থ ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আমির গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান। নবাব সিরাজ ও পলাশীর যুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করে তিনি জাতিকে উপহার দিয়েছেন ‘নবাব সিরাজউদ্দৌলা ও বাংলার মসনদ' নামে একটি গ্রন্থ। সেই সাথে বিশ্বের বিভিন্ন শহর ঘুরে এসে লিখেছেন ‘ছড়ানাে পৃথিবী'। নবাব সিরাজের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তিনি প্রকাশ করেছেন। ‘পলাশী' নামে একটি সাপ্তাহিক পত্রিকা। তিনি মনে করেন নবাব সিরাজ সম্পর্কে কিছু সংখ্যক ঐতিহাসিক অনেক অসত্য কাহিনী রচনা করেছেন। আসলে তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক, সাহসী যােদ্ধা, বিজ্ঞ রাজনীতিক ও ব্যক্তি চরিত্রে সহজ-সরল ও বিশিষ্ট নবাব । তিনি এ মাটির সাথে কোনাে দিন বেঈমানী করেননি।