প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কামরুজ্জামান জাহাঙ্গীর
কামরুজ্জামান জাহাঙ্গীর জন্ম- ১৯৬৩ ইং মামাবাড়িতে। কিশােরগঞ্জের বাজিতপুর থানার সরিষাপুর গ্রামে শৈশব-কৈশাের, যৌবনের প্রাথমিক পর্যায় কাটান তিনি। স্কুল-কলেজের পড়াশােনা করেছেন গ্রাম ও গ্রামঘেঁষা শহরে। চিকিৎসা বিজ্ঞানে একাডেমিক পড়াশােনা করেন চট্টগ্রামে। লেখা-জোখা তাঁর কাছে অফুরন্ত। সর্বআনন্দব্যাকুল এক জীবন প্রবাহের নাম । মানুষের অন্তর্জগতে এক ধরনের প্রগতিশীল বােধ তৈরীতে তাঁর আকাঙ্খর বিষয়টা লক্ষ্য করা যায় । বিভিন্ন জায়গায় ছােট বা বড়ােকাগজে তিনি নিয়মিত লিখে গেছেন। কথা সাহিত্যের ছােট কাগজ কথা’র সম্পাদনা ছাড়াও জীবদ্দশায় প্রকাশিত গল্পগ্রন্থ ‘মৃতের কিংবা রক্তের জগতে আপনাকে স্বাগতম' (জাগৃতি প্রকাশনী), ‘স্বপ্নবাজি’ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ), কতিপয় নিম্নবর্গীয় গল্প' (শুদ্ধস্বর), উপন্যাস ‘পদ্মাপাড়ের দ্রৌপদী (মাওলা ব্রাদার্স), যখন তারা যুদ্ধে’ (জোনাকী) এবং অন্যান্য গ্রন্থ ‘উপন্যাসের বিনির্মাণ, উপন্যাসের জাদু (জোনাকী), ‘কথাশিল্পের জল হাওয়া (শুদ্ধস্বর), ‘ভালােবাসা সনে আলাদা সত্য রচিত হয়’ (জোনাকী) বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে। কামরুজ্জামান জাহাঙ্গীর ৭ মার্চ ২০১৫ অকালে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান । ‘হৃদমাজার’ (অনুপ্রাণন) তাঁর মৃত্যু পরবর্তী অপ্রকাশিত লেখাগুলাের মাঝে প্রথম উপন্যাস। -অনুপ্রাণন প্রকাশন