ফ্ল্যাপে লিখা কথা কথাসাহিত্যের জল-হাওয়া নিরূপণের এক প্রক্রিয়ায় নেমেছেন তিনি। কারণ এটি তো অদৃশ্য বায়বীয় কোনো বিষয় নয়। লিটনম্যাগ বা অনলাই কিংবা সাময়িকীর পাতায় তিনি তার দরকারি কর্মযজ্ঞ সেরে নিচ্ছেন। এমনকি নিজের সাথেও যেন তিনি নিত্য বোঝাপড়াও করেছেন। এর আয়োজন লাগে, থাকতে হয় স্বোপর্জিত দাপক। সেই কাজটাই কখনও লালনকে আশ্রয় করে, কখনও বা ভাষার মানকূল দেখে, একটা ব্যবস্থা জারি করতে চেয়েছিলেন তিনি। ভাষারজনীতি, লালনকথন,সাম্প্রদায়িকতা, ছোটকাগজে কথাশিল্পের চর্চা, কথাকাব্য নিয়ে কথা, অনুবাদের ভেতর দিয়ে যেমন আমরা কথার একটা আদল পাই, তেমনি মিথ বা লোকায়ত জীবন প্রবাহ ও কথাশিল্পের দরকারি রূপ পাঠ করি। তিনি হাজার রজনীর শাহেরজাদকে যেমন দেখতে আছেন, তেমনি তার লেখায় আছে মনসুর আল হেলাজের মতো নিজস্ব ঈশ্বরত্বের প্রতিভূ।আহমদ ছফার কাজকে দেখার দরকার মনে করেন তিনি, তেমনি সড়ক দূর্ঘটনায় নিহত তারেক মাসুদ কে জীবনের স্পর্শের মধ্য দিয়ে নান্দনিক সখিতা অনুভব করতে চান। একজন হুমায়ূন আহমেদ যিনি জনপ্রিয়তার পূজারি হতে হতে কথাশিল্পের শৈল্পিকতাকেই প্রশ্নদীর্ণ করেছেন তা তিনি বলেছেন। এমনকি নোবেল প্রাইজ এর রাজনীতি নিয়ে মারিয়া ভার্গাস ইয়োসা থ্রোতে আলাদা এক জগতের ইশারা রেখে যান তিনি।
এ সবের ভিতর দিয়েই তার সৃজিত কথাসাহিত্যের জল-হাওয়ার যাবতীয় প্রকাশকে আমরাও ছুঁয়ে দেখতে চাই।
সূচিপত্র * কথার শিল্প, কথার স্বাধীনতা * মানুষ গুরু নিষ্ঠা যার * লিটলম্যপাগচর্চা ও সমকালীন কথাশিল্প * একজন চলমান ঈশ্বরের গল্প * নিশিতে জাগরণের শাহেরজাদ * জাতীয় কবি ও তার কথাশিল্প * মানুষ আহমদ ছফা * যে মৃত্যু নিজেকে মৃত্যুকে ছোঁয় * হুমায়ূন কথা * কখনও কাব্যকথন , কখনও বা কথাকাব্য * মানের ভাষা জানের ভাষা * মধ্যবিত্তকথা ও সাম্প্রদায়িকতা * একটি সভা, একটি ছোটকাগজ, তার জন্মশতবার্ষিকী * নোবেল রাজনীতি ও একজন মারিয়া ভার্গাস ইয়োসা * অনুবাদ : সৃজনের নবনির্মাণ! * প্রিয় রক্ত ,প্রিয় রোদনময়তা, অথবা প্রিয় গ্রন্থ... * অনলাইন সাহিত্য
কামরুজ্জামান জাহাঙ্গীর জন্ম- ১৯৬৩ ইং মামাবাড়িতে। কিশােরগঞ্জের বাজিতপুর থানার সরিষাপুর গ্রামে শৈশব-কৈশাের, যৌবনের প্রাথমিক পর্যায় কাটান তিনি। স্কুল-কলেজের পড়াশােনা করেছেন গ্রাম ও গ্রামঘেঁষা শহরে। চিকিৎসা বিজ্ঞানে একাডেমিক পড়াশােনা করেন চট্টগ্রামে। লেখা-জোখা তাঁর কাছে অফুরন্ত। সর্বআনন্দব্যাকুল এক জীবন প্রবাহের নাম । মানুষের অন্তর্জগতে এক ধরনের প্রগতিশীল বােধ তৈরীতে তাঁর আকাঙ্খর বিষয়টা লক্ষ্য করা যায় । বিভিন্ন জায়গায় ছােট বা বড়ােকাগজে তিনি নিয়মিত লিখে গেছেন। কথা সাহিত্যের ছােট কাগজ কথা’র সম্পাদনা ছাড়াও জীবদ্দশায় প্রকাশিত গল্পগ্রন্থ ‘মৃতের কিংবা রক্তের জগতে আপনাকে স্বাগতম' (জাগৃতি প্রকাশনী), ‘স্বপ্নবাজি’ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ), কতিপয় নিম্নবর্গীয় গল্প' (শুদ্ধস্বর), উপন্যাস ‘পদ্মাপাড়ের দ্রৌপদী (মাওলা ব্রাদার্স), যখন তারা যুদ্ধে’ (জোনাকী) এবং অন্যান্য গ্রন্থ ‘উপন্যাসের বিনির্মাণ, উপন্যাসের জাদু (জোনাকী), ‘কথাশিল্পের জল হাওয়া (শুদ্ধস্বর), ‘ভালােবাসা সনে আলাদা সত্য রচিত হয়’ (জোনাকী) বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে। কামরুজ্জামান জাহাঙ্গীর ৭ মার্চ ২০১৫ অকালে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান । ‘হৃদমাজার’ (অনুপ্রাণন) তাঁর মৃত্যু পরবর্তী অপ্রকাশিত লেখাগুলাের মাঝে প্রথম উপন্যাস। -অনুপ্রাণন প্রকাশন