প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়
১৯২৬ খ্রি. ঝাড়খণ্ডের চক্রধরপুরে জন্ম। স্কুল-পর্ব শেষ হবার পরই ১৯৪২ খ্রি. “ভারত ছাড়” আন্দোলনে যোগদান ও দু'বার গ্রেপ্তার। ১৯৪৪ খ্রি. টাটানগরে রেলওয়েতে কর্মের সঙ্গে সঙ্গে জনসেবার জীবনের সূত্রপাত। ১৯৪৬ খ্রি. বিহারের বিখ্যাত কংগ্রেস ও শ্রমিক সঙ্ঘের নেতা অধ্যাপক আবদুল বারীর প্রেরণায় চাকরি ছেড়ে পূর্ণ সময়ের কংগ্রেস কর্মী হিসাবে পল্লী সংগঠনে আত্মনিয়োগ। ১৯৫১ খ্রি. রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সেবাগ্রামের মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত চরখা সঙ্ঘে যোগদান। ১৯৬১ খ্রি. ভারত সরকারের খাদি ও গ্রামোদ্যোগ কমিশন কর্তৃক আমন্ত্রিত হয়ে ১৯৮৪ খ্রি. অবসর গ্রহণ করা পর্যন্ত বিভিন্ন রাজ্যে গ্রামীণ জনতার কর্ম সংস্থানের উদ্যোগে নেতৃত্বদান। এর পর ২০০১ খ্রি. পর্যন্ত গান্ধীপন্থায় গঠনকর্মের সর্বভারতীয় প্রতিষ্ঠান দিল্লীস্থ “গান্ধী স্মারকনিধি”-র সম্পাদকের দায়িত্ব পালন। ২০০৬-১১ খাদি গ্রামোদ্যোগ কমিশনের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত সদস্য। বাংলা-হিন্দি-ইংরেজিতে মৌলিক রচনা, অনুবাদ ও সংকলন নিয়ে প্রায় চল্লিশটি গ্রন্থ প্রকাশিত । আনন্দ পুরস্কার, বাংলা আকাদেমি, বিশ্বভারতী, গজেন্দ্রকুমার মিত্র ট্রাস্ট, পুণের “গান্ধী রাষ্ট্রীয় স্মরক সমিতি” ও ঢাকার “স্বদেশ চিন্তা সঙ্ঘ” প্রমুখের পুরস্কার ছাড়াও জনসেবার জন্য ভারত সরকার কর্তৃক “পদ্মভূষণ সম্মানে সম্মানিত।