প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আলতাব হোসেন
জন্ম ১৬ নভেম্বর, ১৯৭৯। নেত্রকোনার সুসং দুর্গাপুর । বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স। সিনিয়র রিপাের্টার- দৈনিক সমকাল আগে কাজ করেছেন। দৈনিক প্রথম আলাে ও দৈনিক যায়যায়দিনে। আগ্রহের বিষয়- কৃষি, প্রকৃতি, অর্থনীতি ও রাজনীতি। ইউনেস্কো জার্নালিজম অ্যাওয়ার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ইউএনডিপি অ্যাওয়ার্ড, রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক ২০১৪, কৃষিবিদ অ্যাওয়ার্ড ২০০৮, ডিকেআইকৃষিপদক ২০০৯, আইভী রহমান স্মৃতিপদক ২০০৯, কৃষি বাংলাপদক ২০১০, ডিপ্লোমা কৃষিবিদ অ্যাওয়ার্ড, অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারসহ পেয়েছেন অনেক সম্মাননা । কৃষি ও খাদ্য বিষয়ক তার বেশ কিছু প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের কৃষি অর্থনীতি, বিশ্বব্যাংক, আইএমএফ, ইন্ডিয়ার একতরফা কর্মকাণ্ড, নীতি ও শর্তের সমালােচনা নিয়ে লেখকের প্রবন্ধ বিভিন্ন সভা-সেমিনারে উপস্থাপন করা হয়েছে। বদলে যাওয়ার গল্প’ ‘বিশ্বায়ন ও কৃষি অর্থনীতি ‘জলবায়ু রাজনীতি এবং প্রথম দিনের সূর্য' (সম্পাদিত) ‘সবুজ বিপ্লব ও খাদ্য নিরাপত্তা’ নামে তার আরাে পাঁচটি বই রয়েছে । পেশাগত দায়িত্বের পাশাপাশি লেখক সার্ক অ্যাগ্রিকালচারাল জার্নালিস্ট ফোরামের সদস্য। ‘আমাদের কৃষি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিপাের্টার্স ফোরামের সভাপতি। নদীবিষয়ক অলাভজনক উদ্যোগ “রিভারাইন পিপল'-এর সিনেটর। পেশাগত কাজে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, নেদারল্যান্ডস, জার্মানি, পােল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, ব্রাজিল, দুবাই, কাতার, কুয়েত, চায়না, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ইন্ডিয়া ও থাইল্যান্ড।