clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

kaisul Haque books

follower

কায়সুল হক

জন্ম : ২৯ মার্চ ১৯৩৩ কায়সুল হক পঞ্চাশের দশকের কবি এবং কবিতায় বিশেষ অবদানের জন্য ২০০১ সালে বাংলা একাডেমী তাকে সাহিত্য পুরস্কারে ভূষিত করে। তিনি ২০০০ সালে ‘ড, আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : শব্দের সাঁকো ও ‘রবীন্দ্রনাতের নিরুপম বাগান। এবং প্রবন্ধ গ্রন্থ ‘স্বদেশ, সংস্কৃতি ও রবীন্দ্রনাথ’ ও ‘আলাের দিকে যাত্রা'। তাঁর সঙ্গে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অন্নদাশঙ্কর রায়, নরেশ গুহ, আশরাফ সিদ্দিকী, আবদুর রশীদ খান, শামসুর রাহমান ও সুরজিৎ দাশ গুপ্তর পত্র বিনিময় হত। ইতিমধ্যে অনেকের পত্র বিভিন্ন পত্রিকায় মুদ্রিত হয়েছে। “তাঁরই কথা দিয়ে বলতে হয়, যেহেতু মানুষকে ভালবাসি, ভালবাসি এই পৃথিবী আর ভালবাসি নিজেকে। এই বিশ্বাসবােধের উপর কায়সুল হক কবিতা লিখতে শুরু করেছেন। সমস্ত মানুষের সুখ-দুঃখ থেকে নিজের সুখদুঃখকে আলাদা করে নয় একসঙ্গে বেদনার কথা সহজাত জীবন দিয়ে উপলব্ধি করেছেন এবং এই চেতনার মধ্য দিয়েই মানুষ মানুষের হৃদয়ের দরজায় গিয়ে কড়া নাড়ে। যেখানে অনুভব ধ্বনি হয়ে ওঠে সেখানেই কায়সুল হকের কবিতা।” -এই কথাগুলাে বলা হয়েছে ১৯৭০ সালে কলকাতা থেকে প্রকাশিত “স্বনির্বাচিত কবিতা সংগ্রহে। উক্ত কাব্যসংগ্রহে সাংস্কৃতিক অগ্রগতিতে কবির ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন : “যেহেতু কবিতা হৃদয় ও মননের যুগ্ম শিল্পধ্যান; অর্থাৎ বুদ্ধির সঙ্গে বােধির সমন্বয় সাধনই কবিতার কাজ। আর তাই কবিতাকে আমি মানববসনের শ্রেষ্ঠ ফসল হিসেবে চিহ্নিত করতে চাই। কবিতা পাঠকের মূল্যচেতনা বৃদ্ধিতে সাহায্য করে এবং সংস্কৃতি' যদি হয় মানবমনের উৎকর্ষের পরিচায়ক তাহলে কবির ভূমিকা। সেখানে মুখ্য। মানবমনের উৎকর্ষের কথা বলেছেন কায়সুল হক। আর তাই প্রবন্ধ রচনার সময় তিনি সজাগ মনের পরিচয় বিধৃত রাকার কথা বিস্মৃত হন না। প্রবন্ধ পাঠকের মনের জাগরণ ঘটাবে-এটাই তিনি মনে রাখেন। তাঁর প্রবন্ধ পাঠককে পড়তে প্রলুব্ধ করে। যুক্তিনিষ্ঠ মন তৈরি করার প্রণােদন।।

কায়সুল হক এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed