clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Noorjahan Amin Nayon books

follower

নুরজাহান আমিন নয়ন

সাহিত্যকে হৃদয়ে আঁকড়ে ধরে সাহিত্যের মাঝে নিজেকে খুঁজে পান নুরজাহান আমিন নয়ন। কখনো মানুষের মনোরঞ্জনে কখনো বা বেদনাক্লিষ্ট মনের হৃদয়ক্ষরণে অবাধে বিচরণ করেন লেখনির মাধ্যমে। সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তার সরব উপস্থিতি বোদ্ধাজনের দৃষ্টি আকর্ষণ করে। ছোটবেলা থেকেই তার প্রাপ্তির খাতাটা অনেক বড়। জীবনের শেষ সময় পর্যন্ত যেন প্রাপ্তিটা অটুট থাকে এমনি আশা ব্যক্ত করেন। অদম্য চিন্তা-চেতনাকে ঘিরে কবিতা-গল্প-ছড়া-ছোটগল্প উপন্যাসসহ বিবিধ লেখালেখিতে তার পদচারণা। ছোটবেলায় বাবাকে চিঠি লিখতে লিখতে সাহিত্যে হাতেখড়ি। বাবার সেই ছোট্ট মেয়েটি নুরজাহান আমিন নয়ন। বাবাÑ হাজী মো. নুরুল আমিন, মাÑ বকুল আমিন। বাবার নামের আমিন টাইটেলটায় বাবার নামের ফ্লেভার জুড়ে থাকে বলে জানান তিনি। সেটাই মনে-প্রাণে গভীরভাবে অনুভব করেন। নয়ন ছয় ভাইয়ের মাঝে এক বোন। ঠিক যেন ‘ননীর পুতুল’। অবশ্য বাড়িতে সবাই তাকে ননী নামেই ডাকে। নুরজাহান আমিন নয়ন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার দেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ জেলায় রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমাটিয়া মহিলা কলেজ-ঢাকা থেকে এইচএসসি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্মেসী বিভাগে অনার্স এবং University of Asia Pacific থেকে এম.ফার্ম (Masters of Science in Pharmaceutical Technology) সম্পন্ন করেন। দেশের জাতীয় পত্রিকায়, ম্যাগাজিনে বিভিন্ন রকমের লেখালেখি করেন। ২০১৪ সালে যৌথভাবে প্রকাশিত হয় ছন্দে ছন্দে বাংলাদেশ, মা রক্তে ভেজা মাটি এবং সন্ধ্যাতারা কাব্যগ্রন্থ। ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস গহীনে। ২০১৬ তে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ তোমায় ছায়ায় সিক্ত হই। ২০১৭ তে প্রকাশিত হয় উপন্যাস আমার আমিত্ব। তার প্রকাশিত গ্রন্থগুলো পাঠক মহলের কাছে বেশ সমাদৃত হয়েছে।

নুরজাহান আমিন নয়ন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed