বাংলা ছোট গল্পের ইতিহাস সুদীর্ঘ না হলেও এ শাখা বর্তমানে বেশ সমৃদ্ধ। নানা আঙ্গিকে নানা বিষয়ে লেখা হচ্ছে ছোটগল্প। কেউ কেউ প্রত্যাহিক জীবনের ছোট ছোট ঘটনাকেও গল্প করে তুলতে পারঙ্গম। ‘নন্দিত দহন’ তেমনি একটি ছোটগল্পের বই। বইটির নামকরনের সাথে বইয়ের গল্পগুলোর বেশ সামঞ্জস্য খুঁজে পাওয়া যাবে। নামটির মধ্যে রয়েছে একটি কাব্যিক ভাব। দহন বলতে সাধারণত ব্যথা বেদনা কষ্টকেই বোঝা যায় কিন্তু তা কি করে নন্দিত হয়ে ওঠে? শিশির কাননের সুদৃশ্য প্রচ্ছদে সাহিত্যদেশ থেকে ২০১৮ এর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নন্দিত দহন। বইটি লিখেছেন নুরজাহান আমিন নয়ন। বইটিতে তিনি সূচিবদ্ধ করেছেন বারোটি ছোট গল্প। ফাইট করে বাঁচতে হবে, আজন্ম ইতিহাস, কালো কাফনে জীবন্ত লাশ, আব্বার হাসি, পথিক, গরিবের স্বপ্ন ইত্যাদি শিরোনামে রয়েছে গল্পগুলো। গল্পকার নুরজাহান আমিন নয়ন গল্পগুলোর মধ্যে এক ধরণের ম্যাসেজ দিতে চেয়েছেন। ছোট ছোট চরিত্র ও ঘটনাকে পুঁজি করে বইটিতে যে শব্দের সঞ্চয় করেছেন তা পাঠক হৃদয়ে জমা থাকবে বলে ধরে নেওয়া যায়। ‘পথহারা’ গল্পের মধ্যে একটি চড়ুই পাখির পথ হারানো নিয়ে যে গল্পের অবতারণা করেছেন তা গল্পকে ছাপিয়ে জীবনের অজনা কোনো অধ্যায়কে ছুঁয়ে যায়। তেমনি ‘হুজুগে মাতাল’ গল্পের মধ্যে দেখা যায় ব্যক্তিগত ফেসবুক আইডি স্ট্যাটাস নিয়ে নানা জটিলতা। এমন করে প্রতিটি গল্পের স্বাদই আলাদা। ছোটগল্পের পাঠকদের পাঠতৃষ্ণা মিটাতে গল্পগুলো সফল হবে বলে আশা করা যায়।
সাহিত্যকে হৃদয়ে আঁকড়ে ধরে সাহিত্যের মাঝে নিজেকে খুঁজে পান নুরজাহান আমিন নয়ন। কখনো মানুষের মনোরঞ্জনে কখনো বা বেদনাক্লিষ্ট মনের হৃদয়ক্ষরণে অবাধে বিচরণ করেন লেখনির মাধ্যমে। সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তার সরব উপস্থিতি বোদ্ধাজনের দৃষ্টি আকর্ষণ করে। ছোটবেলা থেকেই তার প্রাপ্তির খাতাটা অনেক বড়। জীবনের শেষ সময় পর্যন্ত যেন প্রাপ্তিটা অটুট থাকে এমনি আশা ব্যক্ত করেন। অদম্য চিন্তা-চেতনাকে ঘিরে কবিতা-গল্প-ছড়া-ছোটগল্প উপন্যাসসহ বিবিধ লেখালেখিতে তার পদচারণা। ছোটবেলায় বাবাকে চিঠি লিখতে লিখতে সাহিত্যে হাতেখড়ি। বাবার সেই ছোট্ট মেয়েটি নুরজাহান আমিন নয়ন। বাবাÑ হাজী মো. নুরুল আমিন, মাÑ বকুল আমিন। বাবার নামের আমিন টাইটেলটায় বাবার নামের ফ্লেভার জুড়ে থাকে বলে জানান তিনি। সেটাই মনে-প্রাণে গভীরভাবে অনুভব করেন। নয়ন ছয় ভাইয়ের মাঝে এক বোন। ঠিক যেন ‘ননীর পুতুল’। অবশ্য বাড়িতে সবাই তাকে ননী নামেই ডাকে। নুরজাহান আমিন নয়ন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার দেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ জেলায় রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমাটিয়া মহিলা কলেজ-ঢাকা থেকে এইচএসসি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্মেসী বিভাগে অনার্স এবং University of Asia Pacific থেকে এম.ফার্ম (Masters of Science in Pharmaceutical Technology) সম্পন্ন করেন। দেশের জাতীয় পত্রিকায়, ম্যাগাজিনে বিভিন্ন রকমের লেখালেখি করেন। ২০১৪ সালে যৌথভাবে প্রকাশিত হয় ছন্দে ছন্দে বাংলাদেশ, মা রক্তে ভেজা মাটি এবং সন্ধ্যাতারা কাব্যগ্রন্থ। ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস গহীনে। ২০১৬ তে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ তোমায় ছায়ায় সিক্ত হই। ২০১৭ তে প্রকাশিত হয় উপন্যাস আমার আমিত্ব। তার প্রকাশিত গ্রন্থগুলো পাঠক মহলের কাছে বেশ সমাদৃত হয়েছে।