প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সৈয়দ আবদুল মালেক
সৈয়দ আবদুল মালেক একজন নিভৃতচারী ও প্রচারবিমুখ লেখক। সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর বিচরণ। সব্যসাচী লেখক বলতে যা বুঝায়, সৈয়দ আবদুল মালেক তাই। তিনি তাঁর শৈশব থেকেই কবিতার ভুবনে বিরচণ করে আসছেন। ক্লাস থ্রি-তে পড়তেই “আকাশের তারা” নামে তাঁর প্রথম কবিতা দিয়ে সাহিত্যের রহস্যময় ভুবনে যাত্রা শুরু করে বিরামহীনভাবে লিখে চলেছেন সাহিত্যের সব শাখায়। তাঁর প্রথম পছন্দ কবিতা। কবিতার পাশাপাশি লিখে চলেছেন ছড়া, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি শাখায়। এছাড়া তিনি পত্রিকায় নিয়মিত কলামও লিখে চলেছেন। ইতিমধ্যে তিনি কয়েক হাজার কবিতা, ছড়া ও গান লিখে সাহিত্যের ভাÐারকে সমৃদ্ধ করেছেন। লিখেছেন প্রচুর কিন্তু একেবারেই প্রচারবিমুখ। অত্যাবশ্যকীয় জরুরি সার্ভিসের আওতায় এক্সিকিউটিভ ব্যাংক কর্মকর্তা হিসাবে নিয়োজিত থাকায় তাঁর লেখা এতদিন প্রকাশিত হয়েছে স্বল্প পরিসরে আর তাই প্রচারও হয়েছে কম। বর্তমান সময়ে এসে প্রতিটি ২১শে বইমেলায় তাঁর দুই/চারটি করে বই প্রকাশ পাচ্ছে। তিনি যেন নজরুলের মত এক স্বভাব কবি।