Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sir Sayed Amir Ali books

followers

স্যার সৈয়দ আমীর আলী

জাস্টিস স্যার সৈয়দ আমীর আলীর জন্ম ১৮৪৯ সালের ৬ এপ্রিল, হুগলি জেলার চুড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা সৈয়দ সাদত আলীর পূর্বপুরুষরা ইরান থেকে এদেশে এসেছিলেন। তাঁর বংশের অনেকেই ছিলেন পারস্য, দিল্লি ও অযােধ্যা রাজদরবারের বিশিষ্ট প্রতিনিধি।। তিনি মেধাবী ছাত্র ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে এম. এ. ও আইন পাস করেই আমীর আলী কলকাতায় প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের পদ লাভ। করেন। কিছুকাল পরই চাকরি ছেড়ে স্বাধীনভাবে আইন ব্যবসা শুরু। এরপর ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৮৭৩ সালে বিলেতের ইনার টেম্পল থেকে। কতিতের সাথে ব্যারিস্টারি পাস। ওই বছরই স্বদেশে প্রত্যাবর্তন এবং হাইকোর্টে আইন-ব্যবসার সূত্রপাত। ১৮৭৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলাে নির্বাচিত হয়। পরের বছর হন প্রেসিডেন্সি কলেজের আইনের অধ্যাপক। ১৮৮১ সালে তোকে টেগাের ল’ প্রফেসর নিযুক্ত করে কলকাতা বিশ্ববিদ্যালয়। সরকার তাকে প্রাদেশিক আইন সভার সদস্যও মনােনীত করেন। তিনি যােগ্যতার সাথেই সে দায়িত্ব পালন করেন ১৮৮৩ সাল পর্যন্ত। ১৮৯০ সালে তিনি নির্বাচিত হন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পরে তিনি প্রধান বিচারপতির পদ অলংকত করেন। সুদীর্ঘ চৌদ্দ বছর সে দায়িত্ব পালনের পর ১৯০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। স্যর সৈয়দ আমীর আলী বিয়ে করেছিলেন এক সম্ভ্রান্ত ইংরেজ পরিবারে। তাই তার অবসর জীবন বিলেতেই কাটে। ১৯০৯ সালে তাঁকে বিলেতের প্রিভি কাউন্সিলের বিচারপতি নিযুক্ত করা হয়। তার আগে কোন ভারতীয় এই কিংস কাউন্সিলে প্রবেশ করতে পারেননি। জাস্টিস আমীর আলীর চেয়ে লেখক আমীর আলীর স্থান অনেক উচ্চে। তিনি ইসলাম সম্পর্কে ও আইন-বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে কয়েকটির নাম দেওয়া হল : ১। দ্য স্পিরিট অব ইসলাম। ২। হিষ্ট্রী। অব স্যারাসেন। ৩। এথিকস অব ইসলাম। ৪। মহামেডান ল ইত্যাদি। | সৈয়দ আমীর আলীর গুণবত্তায় মুগ্ধ হয়ে ব্রিটিশ সরকার তাকে সি, আই ই. খেতাব দিয়ে সম্মানিত করেন। ১৯২৮ সালে এই প্রতিভাবান পুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিলেতের বাড়িতে।

স্যার সৈয়দ আমীর আলী এর বই সমূহ

(Showing 1 to 13 of 13 items)

Recently Viewed