প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কামরুল হায়দার
কামরুল হায়দার ১৯৬০ সালে পাবনা জেলার সুজানগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিভিন্ন পত্রিকায় নানা বিষয়ে লেখালেখির মধ্য দিয়ে দিয়ে তার লেখক জীবনের শুরু। ২০০৪ সালে তিনি সেইফওয়ার্কস' নামক কম্পিউটার প্রতিষ্ঠানের সংস্পর্শে এসে এই বিষয়ে সমৃদ্ধ হন। ১৯৯৫-৯৬ সালে তিনি সেইফওয়ার্ক’-এর তত্ত্বাবাধনে বাংলা বর্ণনা ইজি কীবাের্ডের উন্নয়ন করেন, যা বর্তমান ইউনিকোড-ভিত্তিক ‘অভ্র লিখনপদ্ধতিতে যুক্ত আছে। এই প্রতিষ্ঠানের অধীনেই ‘অনুশীলন’ নামক বাংলা ভাষায় বৈদ্যুতিন মাল্টিমিডিয়া বিশ্বকোষ উন্নয়ন করেন। ১৯৯৮ সালে এই বিশ্বকোষটি বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করেছিল। ১৯৯৯-২০০০ সাল পর্যন্ত তিনি মাসিক কম্পিউটার বিচিত্রা' পত্রিকার যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালের বই মেলায় তাঁর প্রথম কম্পিউটার বিষয়ক গ্রন্থ। ‘এইচটিএমএল ৪.০' প্রকাশিত হয়। পরবর্তী কয়েক বছর রচনা করেন ক্যাসকেডিং স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার বিশ্বকোষ, এএসপি ইত্যাদি গ্রন্থাবলি। ২০০৫ সালে প্রকাশিত হয় তাঁর 'ডাইনােপেডিয়া' নামক কোষগ্রন্থ। ২০০৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'Centre for Research on Bangla Language Processing (CRBLP)' -কার্যক্রমে ভাষাতাত্ত্বিক এবং গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল। তাঁর গবেষণার বিষয় ছিল- বাংলা শব্দের শব্দকোষ, রূপতাত্ত্বিক বিশেষণ এবং শব্দ-উর্ধবক্রমবাচকতা। ১৯১০ সালে এই প্রকল্পের কাজ সুসম্পন্ন হওয়ার পর, প্রায় দুই বছর (২০১০-২০১১) এশিয়াটিক সােসাইটির 'Universal Networking Language (IBUNL) প্রকল্পের অধীনে। ভাষা-গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে 'ছায়ানট'-এ সঙ্গীত-গবেষক ও শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তাঁর ইন্টারনেট-ভিত্তিক অনুশীলন’ (www. onushilon.org) নামক বিশ্বকোষ উন্নয়নের কাজ করছেন।