প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সাগর চৌধুরী
সাগর চৌধুরী ৮০'র দশকের মাঝামাঝি সময়ে লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগে একজন প্রযােজক/উপস্থাপকের পদে যােগ দেন। ঐ প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন নিয়মিত বেতার অনুষ্ঠান। প্রযােজনা ও উপস্থাপনার দায়িত্ব পালন করা ছাড়াও, ‘ইংলিশ বাই রেডিও' নামে বেতার সম্প্রচারের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার জনপ্রিয় অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেছেন। বিলেতে যাওয়ার আগে সাগর চৌধুরী কলকাতায় শিক্ষকতায় ও সাংবাদিকতায় নিযুক্ত ছিলেন। ঐ সময়ে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, নব্যেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ নামী চলচ্চিত্রকারের বাংলা ছায়াছবির ইংরেজি সাব-টাইটল তিনি রচনা করেছিলেন। বাংলাদেশেরও সাম্প্রতিক দু-তিনটি ছবির ইংরেজি সাব-টাইটল রচনার কাজ তিনি করেছেন। ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলী সটীর-এর জন্য সাগর চৌধুরী লন্ডন থেকে বেশ কিছুদিন কলাম লিখেছেন, মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম-এ এবং শিল্প ও শিল্পী নামে ত্রৈমাসিকটিতে তাঁর লেখা প্রায়ই ছাপা হয়, চট্টগ্রাম থেকে প্রকাশিত সুপ্রভাত বাংলাদেশ নামে। সংবাদপত্রটিতেও তিনি মাঝেমধ্যে লেখেন । বাংলা একাডেমী জার্নালেও তার লেখা ছাপা হয়েছে। বাংলাদেশে প্রকাশিত সাগর চৌধুরীর রচিত গ্রন্থগুলির মধ্যে আছে: শামসুর রাহমান: সিলেক্টেড পলিটিক্যাল পােয়েমস, ভিন্টেজ শর্ট ফিকশন ফ্রম বাংলাদেশ, অপারেশন জ্যাকপট, প্রবাস-বৃত্তান্ত: বিলেতি সংস্কৃতির নানা কথা, সূর্য ওঠে এবং আরাে কয়েকটি কল্পবিজ্ঞান কাহিনী, জীবনজুয়ার বাজি, এইচ. জি ওয়েলস নির্বাচিত ১০টি গল্প, ননাবেল জয়ী লেখকদের দশটি সেরা গল্প।