clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rathindranath Tagore books

follower

রথীন্দ্রনাথ ঠাকুর

Rathindranath Tagore- (২৭শে নভেম্বর ১৮৮৮- ৩রা জুন ১৯৬১): রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর দ্বিতীয় সন্তান, জ্যেষ্ঠ পুত্র। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯০৯ সালে কৃষিবিদ্যায় স্নাতক। সেখানকার বিদেশি ছাত্রদের নিয়ে গঠিত কসমোপলিটান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। দেশে ফিরে শিলাইদহে উন্নত পদ্ধতির কৃষি খামার গড়ার চেষ্টা করেন, পরে স্থায়ীভাবে শান্তিনিকেতনের কাজে আত্মনিয়োগ। আধুনিক কৃষিবিদ্যা, প্রকৃতিবিদ্যা আর উদ্যান-স্থাপত্যবিদ্যার অন্যতম পথিকৃৎ। প্রাণতত্ত্ব আর অভিব্যক্তি নামের বই লিখেছেন, দুই খণ্ডে অনুবাদ করেছেন অশ^ঘোষের বুদ্ধচরিত। হাতের কাজে ছিলেন চমৎকারÑ কাঠের আর চামড়ার কাজ জানতেন, পারতেন এস্রাজ বাজাতে ও সুস্বাদু রান্না করতে। জওহরলাল নেহেরু দিল্লীতে তাঁর আঁকা ছবির একটি প্রদর্শনী উদ্বোধন করেছিলেন। প্রসাধনী ও পারফিউম বানাতে জানতেন, কিছু বাজারজাতও করেছিলেন। জওহরলাল তাঁকে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, বিশ^ভারতীর কথা ভেবে রাজি হননি। ১৯৪৮ সালে চীন সরকারের অর্ডার অব পাতসিঙ (‘উজ্জ্বল তারকা’) পুরস্কারে ভূষিত। দীর্ঘকাল শান্তিনিকেতনের কর্মসচিব, পরে ১৯৫১ সালে বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ের প্রথম উপাচার্য। ১৯৫৩ সালে উপাচার্যের পদে ইস্তফা দিয়ে বসবাসের জন্য উত্তর প্রদেশের দেরাদুনে চলে যান । সেখানেই তাঁর স্মৃতিকথা On the edges of time রচনা করেন, যা ১৯৫৮ সালে তাঁর ৭০ বছর বয়সে প্রকাশিত হয়। এর তিন বছর পর দেরাদুনেই তাঁর মৃত্যু হয়। অনুবাদক কবির চান্দ জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকনে আগ্রহী। উৎসুক তিনি ভিন্ন রকম পাঠেও। ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক। একই বিভাগ থেকে স্নাতকোত্তর। অর্থনীতিতেও মাস্টার্স করেছেন জাপান থেকে। কিছুদিন পড়িয়েছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী কবির চান্দ ভালবাসেন পড়াতে; তার চেয়েও বেশি, পড়তে। এক সন্তানের জনক। জন্মেছেন নরসিংদীর রায়পুরায়, ১৯৭১ সালে। অ্যাডর্ন পাবলিকেশন থেকে তাঁর প্রকাশিত গ্রন্থ : খুনি ও বুদ্ধিজীবী (ছোটগল্প), দাদিমার হরফ শেখা (অনুবাদ)।

রথীন্দ্রনাথ ঠাকুর এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed