প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাকসুদুল হক
মাকসুদুল হক ওরফে ম্যাক হক ১৯৫৭ সালে নারায়নগঞ্জের আমলাপাড়ায় জন্মগ্রহন করেন। দীর্ঘ অনেক বছর ধরে তিনি একজন গায়ক-গীতিকার হিসেবে ও ১৮ বছর কিংবদন্তি ব্যান্ড ”ফিডব্যাক” এর একজন নেতৃত্ব দানকারী সদস্য হিসেবে অসংখ্য শ্রোতাকে, তাঁর ”গান-সুর ও কন্ঠে” মুগ্ধ ও বিমোহিত করেছেন। তাঁর স্বরচিত ৩০টিরও বেশী গানে নিজে কন্ঠ দিয়েছেন এবং ১৯৯০ সালে তাঁর ”মেলায় যাই-রে” গানটি সর্বকালের সেরা গান হিসেবে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা ও ব্যাপক প্রশংসা অর্জন করে। আজও গানটিকে বাংলাদেশের পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসব উদযাপনের জন্য একটি অনানুষ্ঠানিক সঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৬ সালে তিনি ফিডব্যাক ছেড়ে যান এবং জ্যাজ-রক ফিউশন ব্যান্ড ”মাকসুদ ও ঢাকা” গঠন করেন, যা এখন পযর্ন্ত চলছে। তাঁর একক কৃতিত্বে উভয় ব্যান্ডের সাথে ১২ টিরও বেশী মিউজিক্যাল অ্যালবাম রয়েছে। আমি বাংলাদেশের দালাল বলছি (২০০৩), বাউলিয়ানা-ওরশিপিং দ্য গ্রেট গড ইন ম্যান (২০০৬), দ্য বাংলাদেশ পোয়েট অব ইমপ্রোপ্রাইটি-হ্যারল্ড রাশিদের শিল্পকর্ম (২০১৭), বাউলিয়ানা-মানুষের মধ্যে সৃষ্টিকর্তার আরাধনা-বাংলাদেশের বাউল এবং লালন ফকির শাহ-নতুন গবেষনা সহ বর্ধিত সংস্করণ (২০১৭), আমি বাংলাদেশের দালাল বলছি-নতুন নিবন্ধ সহ বর্ধিত সংস্করণ এবং বাংলাদেশের রকগাঁথা-হিস্টোরী অব বাংলাদেশ রক (২০২০) তাঁর উল্লেখ্য যোগ্য সাহিত্যকর্ম।