প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবেদীন জনী
আবেদীন জনী এ সময়ের জনপ্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য জগতে জ্বলজ্বলে নক্ষত্রের মতোই তাঁর দীপ্ত পদচারণা। লিখছেন প্রতিনিয়ত। ছড়া। গল্প। লেখাগুলো শিশু কিশোরদের আলোকিত জীবন গঠনে এবং মনের সুপ্ত প্রতিভা বিকাশে রাখবে অনন্য ভূমিকা। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- ছড়ার মেলা রঙের খেলা (সম্পাদিত ছড়াগ্রন্থ), রায়ানের ঘুড়ি ও বানরবন্ধু (শিশুতোষ গল্পগ্রন্থ) মায়ের গল্প (শিশুতোষ গল্পগ্রন্থ) ছড়ার বাড়ি ছন্দপুর (ছড়াগ্রন্থ)। শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন 'মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সম্মাননা ২০১২' এবং 'শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৪। জন্য ৭ জানুয়ারি ১৯৭৯। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া গ্রামে। বাবার নাম শুকুর মামুদ। মায়ের নাম মতিজান। স্ত্রী আরশেদা আক্তার কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। ব্যবস্থাপনায় সম্মান স্নাতকোত্তর ডিগ্রিধারী এ লেখক বর্তমানে কলেজ প্রভাষক হিসেবে কর্মরত।