Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Afsana Kishwar books

follower

আফসানা কিশোয়ার

আফসানা কিশােয়ারের জন্ম ঢাকাতে, ১৯৭৮ সালের ৮ মার্চ। ২০০০ সালে লেখালেখির শুরু ‘যায় যায়। দিন’ এর মাধ্যমে। তারপর প্রথম আলাে’র সেরা ফিচার লেখকের স্বীকৃতি। এরপর আর পেছন ফেরা নয়। বেশ কটি জাতীয় দৈনিকের নিয়মিত লেখক হয়ে ওঠেন। দেশের ভেতর, বাহির থেকে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিনে তার লেখা ছাপা হচ্ছে। ২০০৪ সালে প্রকাশিত হয় লেখকের প্রথম কাব্যোপন্যাস ‘রােজনামচা : ভালােবাসা', অপূর্ব নির্মাণশৈলী ও শব্দচয়ন এই কাব্যোপন্যাসকে দান করে ভিন্নমাত্রা। পদ্য, লেখকের অন্যতম প্রিয় বিষয় হলেও গদ্যে তিনি সমান সাবলীল। নস্টালজিয়া’ ও ‘ত্রৈরাশিক’ এই দুই গল্পগ্রন্থে তিনি তার সেই পারদর্শীতার স্বাক্ষর রেখেছেন। ২০০৫ ছিল লেখকের জন্যে স্মরণীয় বছর। এ বছর শব্দোৎসব’, ৬০টি কবিতার একটি দীর্ঘ সিকুয়েল, নান্দনিক অলংকরণসহ প্রকাশিত হয় এবং সুধীমহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। একই বছর বিদেশে কর্মরত শ্রমিকদের উপর লেখা লেখকের ‘প্রবাসের খেরাে কবিতার প্রকাশ ও ভিডিওচিত্র নির্মাণ করে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করছে এমন একটি আন্তর্জাতিক সংস্থা ‘টেনাগানিটা'। আফসানা কিশােয়ার বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পাল্টায় নারী, বাহারি’ তার চতুর্থ কাব্যগ্রন্থ।

আফসানা কিশোয়ার এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed