প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. মোহাম্মদ আবদুল কাইউম
ড. মোহাম্মদ আবদুল কাইউম ও ড. রাজিয়া সুলতানা সংকলিত এবং সম্পাদিত 'প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান' বাংলা একাডেমীর অভিধানের প্রকাশনা-ক্ষেত্রকে সম্প্রসারিত করেছে। বাংলা অভিধানের ইতিহাসে লক্ষণীয়, বিভিন্ন সময়ে, বিভিন্ন অভিধান প্রণয়নের পেছনে উদ্দেশ্য ও সংকলন পদ্ধতি ভেদে, অভিধানের প্রকৃতিও ভিন্ন ভিন্ন। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন ধারার কাব্য থেকে শব্দসম্ভার চয়ন করে এই অভিধান প্রণীত হয়েছে। আঠারো শতকের কিছু চিঠিপত্র, অভিধান এবং গদ্যগ্রন্থ থেকেও শব্দাবলি সংকলিত হয়েছে। অভিধানে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার শীর্ষশব্দ এবং তার প্রয়োগ-উদাহরণ। এতে রয়েছে প্রতিটি শব্দের বানানভেদ, ব্যুৎপত্তি বা উৎস, পদ পরিচয় এবং উদাহরণসহ বিভিন্ন অর্থ। শব্দার্থ ও ব্যুৎপত্তি নির্ধারণে প্রায় পঞ্চাশটি অভিধানের সাহায্য নেওয়া হয়েছে। সংজ্ঞামূলক বা সুভাষিত প্রয়োগ-উদাহরণও প্রয়োজনবোধে উৎকলিত হয়েছে। সংকলিত শব্দাবলি শুধু পুরাতাত্ত্বিক বা সমাজতান্ত্রিক তথ্যই তুলে ধরে নি, তাতে ব্যাকরণ্যগত বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যও বিধৃত হয়েছে অভিধানটি স্বাভাবিক ভাবেই প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষা-সাহিত্যের পঠন-পাঠন এবং গবেষণায় বিশেষ সহায়ক হবে। অনুসন্ধিৎসু ও ঐতিহ্য-সচেতন পাঠকের মনেও অনেক চিন্তার খোরাক যোগাবে। অভিধানে লক্ষ্য করা যাবে, মধ্যযুগের বাংলা সাহিত্যের কবিগণ শব্দের সম্ভাবনাকে কীভাবে আবিষ্কার করেছেন-- নতুন নতুন অর্থে শব্দকে ব্যবহার করেছেন।