প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফরিদা হোসেন
ফরিদা হােসেন রচিত ও পরিচালিত প্রথম শিশুতােষ নাটক । সাহিত্য চর্চার পাশাপাশি তিনি আবৃত্তি, সংবাদ পাঠ, শিশু ও মহিলাবিষয়ক অনুষ্ঠান পরিচালনা করতেন। ফরিদা হােসেন ১৯৬৬ এর অক্টোবরে দাম্পত্য জীবনে প্রবেশ করেন। মুক্তধারা, অঙ্কুর, নন্দন, মাওলা ব্রাদার্স, শিল্পতরু, হাতেখড়ি, শিকড়, মনন ও মাম্মী প্রকাশনী এবং তার নিজের আঙুম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার বহু গ্রন্থ-অর্জন। করেছেন একুশে পদক’-সহ অনেক পুরস্কার। তার গল্প সংকলন, উপন্যাস, নাটক, শিশুসাহিত্য, অনুবাদসহ সব মিলিয়ে প্রায় ৫০টির মতাে প্রকাশিত গ্রন্থ রয়েছে। ফরিদা হােসেন ১৯৯৭ সালে স্কটল্যান্ড এবং ২০০৩ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা পিইএন এর সম্মেলনে বাংলাদেশের। প্রতিনিধিত্ব করেন। মেক্সিকোতে ফরিদা হােসেন। রচিত ও পরিচালিত শিশুতােষ শর্টফিল্ম। ‘ফ্রেন্ডশীপ বিশেষ সুনাম অর্জন করে। তিনি আঞ্জুম প্রকাশনী, আঞ্জুমা টেলি নেটওয়ার্ক ও অবিনশ্বর সাহিত্য পত্রিকার সত্ত্বাধিকারী। বর্তমানে তিনি আলােকিত শিশু গড়ার লক্ষ্যে নিজস্ব রচনা ও পরিচালনায় নির্মাণ করছেন। শিশুতােষ ধারাবাহিক ‘রূপকথার দেশে। যার অধিকাংশ পর্ব ইতিমধ্যে বিটিভিতে প্রচারিত হয়েছে। এছাড়াও তিনি ব্যস্ত রয়েছেন সাহিত্য ও শিশুতােষ অনুষ্ঠান নির্মাণে।। ফরিদা হেসেন চট্টগ্রাম জেলার মিরেরশ্বরাই উপজেলার শাহেরখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা ও আইএলও এর গভর্নিং বডির প্রাক্তন পরিচালক। মরহুম ফয়েজ আহমেদ ও মরহুম বেগম ফয়জুন্নেছার প্রথম কন্যা এবং ফেনী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মুহাম্মদ মােশাররফ হােসেন এর সুযােগ্য স্ত্রী। তিনি ফারাহ্ আঞ্জুম, ফারজানা আঞ্জুম ও ফারহানা আঞ্জুম স্ব স্ব অবস্থানে সুপ্রতিষ্ঠিত এই তিন কন্যা সন্তানের জননী।