প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
অমীশ ত্রিপাঠি
তাঁর জন্ম ১৮ অক্টোবর ১৯৭৪ সালে, যিনি অথার অমীশ নামে জনপ্রিয়, হলেন একজন ভারতীয় লেখক৷ তিনি তার শিব-ত্রয়ী কাহিনীর মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ, নাগ রহস্য এবং বায়ুপুত্রদের শপথ উপন্যাসগুলির জন্য পরিচিত। ত্রিপাঠির লেখা শিব-ত্রয়ী কাহিনীর উপন্যাসগুলি ভারতীয় প্রকাশনার ইতিহাসে সবচেয়ে দ্রুততম বিক্রয় হওয়া উপন্যাসমালা (বা বইয়ের সিরিজ) হিসেবে পরিণত হয়৷ শিব-ত্রয়ী কাহিনীর বইগুলির ২৫ লক্ষেরও বেশি অণুকরণ বিক্রীত হয় যার পরিণামে এই সিরিজটি প্রায় ৭০ কোটি টাকা অর্জন করতে পারে।