clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Delwar Alam books

followers

দিলোয়ার আলম

Delwar Alam, ‘Knowledge Should be Free’ তত্তে¡ বিশ্বাসী ও তথ্য-প্রযুক্তি নিরাপত্তা বিষয়ক তরুণ উদ্যোক্তা দিলোয়ার আলম দেশ ও জাতির উন্নয়নের প্রশ্নে অনুভূতিপ্রবণ। দেশে সাইবার নিরাপত্তা বিষয়ক শিক্ষণীয় গাইডলাইনের অভাব থাকায় তিনি তা দূরীকরণের উদ্দেশ্যে ২০১৫ সালে SQLi Wiki Forum নামক একটি মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করেন । দীর্ঘ কয়েকটি বছর ব্লকচেইন টেকনোলজির ওপরে পরীক্ষালব্ধ ফলাফলের ফলপ্রসু প্রমাণ ঘটিয়ে তিনি দেশের স্বার্থে ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করে যাচ্ছেন। তিনি তার বিদ্যাপিঠ ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র Cyber Security Center(DIU), DIUISG ও SofoLab- এ সাইবার সিকিউরিটি বিষয়ক বেশ কিছু কোর্সে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার ক্রমাগত অবনতি তথা শোচনীয় অবস্থা তাকে ভাবিয়ে তুলে। দেশের স্বার্থে তিনি এসবের নিরাপত্তার জন্য তার গবেষণাকে উৎসর্গ করেছেন। সাইবার নিরাপত্তা বিষয়ক এই গবেষকের প্রায় দশাধিক গবেষণাপত্র বিদেশি বিভিন্ন জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা দেশের তরুণদের অর্থ-উপার্জনের কথা মাথায় রেখে এবং দেশে নতুন কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে সর্বপ্রথম ২০১৫ সালে তিনি BugsBD নামক দেশীয় বাগ-বাউন্টি প্লাটফর্ম তৈরি করেন। এছাড়াও ২০১৩ সালে তিনি এবং তার টিম Soft IT Security নামক সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম স্থাপনের মাধ্যমে তরুণদের কর্মক্ষেত্র সৃষ্টি করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি অসহনশীল স্বভাবের গম্ভীর, কমবয়সী এই যুবক বর্তমানে সিকিউরিটি রিসার্চার হিসেবেই নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সাইবার সিকিউরিটি সম্বলিত বেশকিছু প্রোজেক্ট ডেভলপমেন্টের প্রচেষ্টায় ব্য¯Í সময় যাপন করছেন।

দিলোয়ার আলম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed