প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
শাবানা ইসলাম বন্যা
বছরের স্নিগ্ধতম মাস অক্টোবরের ১৫ তারিখে শাবানা ইসলাম বন্যার জন্ম। লেখকের জন্মের ঋতু শরৎ। ঐশ্বর্য, প্রাচুর্যের চেয়ে স্নিগ্ধতা, নির্মলতাকে প্রাধান্য দেন তিনি। একজন মুক্তিযোদ্ধা বাবার কন্যা হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ব বোধ করেন। বাবা-মায়ের পঞ্চম সন্তানটির নিজের কিছু কাগুজে সন্তান রয়েছে। তিনি ইতিমধ্যে তাদের পরিচয়েও পরিচিত। ১: একমুঠোয় হৃদকথন- কাব্যগ্রন্থ ( পেন্সিল পান্ডুলিপি বিজয়ী ২০১৯ ) ২: মনপাড়ার আওয়াজ - কাব্যগ্রন্থ ( চলন্তিকা সাহিত্য পুরস্কার ২০২১) ৩: ভালোবাসার হাতকড়া -গল্পগ্রন্থ ( শিখা প্রকাশনী ২০২০) ৪: আলোর নূপুর - উপন্যাস ( সাহিত্য দিগন্ত পুরস্কার ২০২২) ৫: তিয়াসা - গল্পগ্রন্থ (গল্পগ্রন্থে চলন্তিকা বেস্টসেলার পুরস্কার ২০২২) ৬: মেঘবাড়ির জল আমি- কাব্যগ্রন্থ (কাব্যগ্রন্থে চলন্তিকা বেস্টসেলার ২০২৩) এছাড়াও আরশি নগর ফাউন্ডশন কতৃক 'ওমেন্স গ্রান্ড পার্সোনালিটি অ্যাওয়ার্ড' ২০২৩ এবং ভাষা কল্যাণ সাহিত্য পরিষদ কতৃক ২০২৩ - এ 'আলোকিত নারী'র পুরস্কার পেয়েছেন । অবসরে বইপড়া, গান শোনা এবং আবৃত্তি করা তার নেশা। বাংলাদেশ নারী লেখক সোসাইটির একজন সাহিত্য সম্পাদক তিনি। কালের কাব্যকথা- ৩ ও ৪ সম্পাদনা করেছেন। ২০২৪ এর বইমেলায় প্রকাশিত গল্পগ্রন্থ "অর্পূবা"। লেখকের এটি তৃতীয় গল্পগ্রন্থ। তবে বইয়ের সংখ্যায় ৭ম। 'অর্পূবা' গল্পগ্রন্থটি পাঠকের ভালোবাসার হাতকড়ায় বন্দি হতে চায়।