প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জুলফিকার রাসেল
জুলফিকার রাসেল সাংবাদিক, গীতিকার ও কবি। জন্ম ১৩ নভেম্বর, ১৯৭৭। বাংলাদেশ ও ভারত দুই দেশেই তিনি সুপরিচিত। গান লিখেছেন হিন্দি ভাষাতেও। ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক গান রচনা করেছেন। সেরা গীতিকবি হিসেবে ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে পেয়েছেন ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’, এবং ২০১৭ সালের সেরা আধুনিক বাংলা গানের জন্য ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা)। ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ও পৃথিবী এবার এসে’র কথা লিখেছেন জুলফিকার রাসেল। চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও নাটকের জন্য সংগীত এবং বিজ্ঞাপনের জন্য প্রচুর জিঙ্গেল রচনা করেছেন। তার প্রথম কবিতার বই ‘কফিনে অযোগ্য পুরুষ’ প্রকাশিত হয় ২০০৬ সালে। তিনি বেশ কিছু নাটক ও চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন। ২০১০ সালে তার লেখা ‘আকাশ কতো দূরে' চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়। পেশাজীবনে জুলফিকার রাসেল একজন সাংবাদিক। মাছরাঙা টেলিভিশন, আমাদের সময়, আজকের কাগজ এবং বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর সম্পাদক।