প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মাহমুদ দারবিশ
মাহমুদ দারবিশ (১৯৪১-২০০৮) ফিলিস্তিনের জাতীয় কবি। তাঁর জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ ফিলিস্তিনের গালিলি প্রদেশের আল-বিরওয়া গ্রামে। ১৯৪৮ সালের আরব-ইজরায়েল যুদ্ধের সময় ইজরায়েলি সেনাবাহিনী তাদের গ্রাম দখল করে নেয়। সেই সময় তিনি সপরিবারে পালিয়ে যান লেবাননে। তখন তাঁর বয়স মাত্র সাত। সেই যে উদ্বাস্তু জীবনের শুরু, এরপর মাঝে-মাঝে স্বল্প সময়ের জন্য দেশে ফিরে এসেছেন, কিন্তু প্রায় সারা জীবনই দেশছাড়া থাকতে বাধ্য হয়েছিলেন। . আজীবন কবি স্বপ্ন দেখেছেন একটি স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের। সাহিত্য জগতে মাহমুদ দারবিশকে আরব বিশ্বের কণ্ঠস্বর বলা হয়। তাঁর কবিতাই আরবদের দেশপ্রেম ও সংগ্রামের ভাষা হয়ে ওঠে। কবিতাই ছিল কবির বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাঁর প্রতিবাদের অস্ত্র, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কবিতা রচনা করেছেন। তাঁর সাহিত্য, বিশেষত তাঁর কবিতা প্যালেস্টাইনের জনগণের মাঝে ফিলিস্তিনি পরিচয়ের শক্তিশালী অনুভূতি তৈরি করেছিল, যা তাঁদের মাতৃভূমির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এখনো সহযোগিতা করছে। দারবিশ বেঁচে আছেন তাঁর সৃষ্টিতে, তাঁর কবিতায়, হাজারও বিপ্লবী ফিলিস্তিনির অনুপ্রেরণা হয়ে। .