প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আহমদ সাইফ
আহমদ সাইফ জন্ম ৭ ডিসেম্বর ১৯৮৬ লক্ষ্মীপুর জেলার পূর্ব দিঘলী গ্রামে। পিতা মোহাম্মদ আব্দুস শহীদ। মাতা মমতাজ বেগম। শৈশব থেকেই তিনি গাছ পালা, লতা গুল্ম, সবুজের ঘ্রাণে মুগ্ধ। ভালোবাসেন মাটি, মানুষ, নদী ও নারী। ২০২০ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় কবির প্রথম কবিতা গ্রন্থ নিদ্রাহীন পথিকের আয়ুষ্কাল। বইটি প্রকাশ করে সরলরেখা প্রকাশন। বইটির প্রচ্ছদ তৈরী করেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ। কবির দ্বিতীয় গ্রন্থ উজানের কৈ প্রকাশিত হয় ২০২১ এর বইমেলায়। গল্পগ্রন্থটিও প্রকাশ করে সরলরেখা প্রকাশন। যাপিত জীবনের নানা রশদ নিয়েই কবি সাজিয়ে তোলেন তাঁর লেখা। মানুষ পাঠের আজন্ম তৃষ্ণা তাঁর।