প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
কাজী আমির হোসেন রিপন
কাজী আমির হোসেন রিপন আপনার ঠিক পাশের বাড়ির ছেলেটা। জন্ম নোয়াখালী জেলা সেনবাগ থানার কাজির খীল গ্রামে। মাতা আনোয়ারা বেগম। এবং পিতা মুক্তার হোসেন। ১৯৯৪ সালের ২৫শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম মোঃ আমির হোসেন। বংশগত ভাবে তিনি কাজী বংশ। সাহিত্যে কাজী রিপন নামে সমাধিক পরিচিত। কাজী আমির হোসেন রিপন এর ছোটবেলা থেকে বেড়ে উঠা তাঁর নিজ বাড়ি, কালা কাজির বাড়িতেই ছোট বেলা কেটেছে। আর ছোটবেলা থেকেই তিনি গল্প, কবিতা, গান, ইসলামি সংগীত ও ছবি আঁকা পছন্দ করতেন। ছাত্র জীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বহু পুরুষ্কার অর্জন করেছেন। স্কুল জীবন থেকে লিখালিখি শুরু করলেও একাদশ শ্রেণিতে এসে পুরোপুরি মনোনিবেশ করেন। তার প্রকাশিত বইসমূহঃ • ভালোবাসার হালখাতা (কাব্যগ্রন্থ) • গ্রামের সংসদ (গল্পগ্রন্থ) • অবেলায় (কাব্যগ্রন্থ) • মায়ের পানের বাটা (উপন্যাস)