প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে মানুষের জীবন। আমাদের জীবনে আমরা অনেক সময় এমন কাউকে হারিয়ে ফেলি, যেটা সেসময়ে হারানোর জন্যে আমরা মোটেও প্রস্তুত থাকিনা। এমন একটা সময় আমাদের জীবনে না চাইলেও আসে, যে সময়টাতে জীবন থেকে প্রিয়জন বিয়োগের সঠিক সময় ছিলো না। তখন প্রিয় মানুষটি থেকে গেলেও পারতো। আবার হুট করে অসময়ে কিছু মানুষ জীবনের সাথে মিশে যায়, তখন চাইলেও তাদের আলাদা করা যায় না। প্রিয় মানুষদের এই অসময়ে আসা যাওয়ার সময়টাই হচ্ছে জীবনের অবেলায়। সঠিক সময় সঠিক মানুষ জীবনে আসা এবং যাওয়ার সময় হলেই যাওয়াটা জীবনের সুসময়, উত্তম বেলা। আর অসময়ে প্রিয় মানুষদের আসা যাওয়াটাই হচ্ছে জীবনের অবেলা, কালবেলা। ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। প্রায় সিংহভাগ মানুষই ফুলকে ভালোবাসে। আমাদের জীবনে প্রিয় মানুষ গুলো ফুলের মত। আমরা তাদের ফুলের মতই ভালোবাসি। সেই প্রিয় মানুষটি হতে পারে আমাদের কাছের কেউ, প্রিয়তম, প্রিয়তমা, বন্ধু স্বজন, মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন। অবেলায় তাদের হারিয়ে যাওয়া আমরা মেনে নিতে পারিনা। অথচ, আমরা অনেক সময় প্রিয়জনদের অবেলায় হারিয়ে ফেলি। আবার অসময়ে অনেক প্রিয়জন জীবনে আসে, ফের চলেও যায়। দুটোই জীবনের অবেলায়। যেমন কিছু ফুল বসন্ত আসার আগেই ফোটে, আবার সুবাস দেওয়ার সময় ঝরে যায়। বড্ড অবেলায়। অবেলায় পাওয়া না পাওয়ার অনেক মূহুর্তের সাথে আমরা আমাদের জীবনে মুখোমুখি হই। মূলত মানুষের জীবনে পূর্ণতা অপূর্ণতা, প্রেম বিরহ, বিদ্রোহ, দেশপ্রেম, ভালোবাসা ভালোলাগা, সবকিছু নিয়েই কাব্যগ্রন্থ “অবেলায়” ~ কাজী রিপন
কাজী আমির হোসেন রিপন আপনার ঠিক পাশের বাড়ির ছেলেটা। জন্ম নোয়াখালী জেলা সেনবাগ থানার কাজির খীল গ্রামে। মাতা আনোয়ারা বেগম। এবং পিতা মুক্তার হোসেন। ১৯৯৪ সালের ২৫শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম মোঃ আমির হোসেন। বংশগত ভাবে তিনি কাজী বংশ। সাহিত্যে কাজী রিপন নামে সমাধিক পরিচিত। কাজী আমির হোসেন রিপন এর ছোটবেলা থেকে বেড়ে উঠা তাঁর নিজ বাড়ি, কালা কাজির বাড়িতেই ছোট বেলা কেটেছে। আর ছোটবেলা থেকেই তিনি গল্প, কবিতা, গান, ইসলামি সংগীত ও ছবি আঁকা পছন্দ করতেন। ছাত্র জীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বহু পুরুষ্কার অর্জন করেছেন। স্কুল জীবন থেকে লিখালিখি শুরু করলেও একাদশ শ্রেণিতে এসে পুরোপুরি মনোনিবেশ করেন। তার প্রকাশিত বইসমূহঃ • ভালোবাসার হালখাতা (কাব্যগ্রন্থ) • গ্রামের সংসদ (গল্পগ্রন্থ) • অবেলায় (কাব্যগ্রন্থ) • মায়ের পানের বাটা (উপন্যাস)