Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shamsul Arefin books

follower

শামসুল আরেফিন

শামসুল আরেফিন-বাংলায় মহন্ত রবি, জন্ম। নওগাঁ শহরের উকিল পাড়ায় দাদার বাড়িতে।। মাঘ মাসের বৃষ্টি ভেজা তীব্র শীত রাতে।। বাড়ির পাশের কৃষ্ণধন হাইস্কুল থেকে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুল ম্যাগজিন সাধনায় লেখালেখির শুরু। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া নওগাঁতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্মানসহ আইন বিষয়ে স্নাতকোত্তর। শহীদুল্লাহ হলের। আবাসিক ছাত্র ছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায়। কবিতা, প্রবন্ধ, গল্প প্রকাশিত হয়েছে। ঢাবিতে পড়াকালে অধুনালুপ্ত দৈনিক বাংলার। বাণীর ছােটদের বিভাগ শাপলা কুঁড়ির। কেন্দ্রীয় আসরের সাহিত্য সম্পাদক ছিলেন। লেখাপড়া শেষে সংক্ষিপ্ত আইনজীবী জীবন। 'ঢাকা বার ও নওগাঁ বারের সদস্য ছিলেন। দাদা ব্রিটিশ যুগের আইনজীবী হলেও আইন। পেশা তার ভালাে লাগেনি। তাই সেই পেশাকে বিদায় জানিয়ে বিচার বিভাগে যোগদান করেন এবং দেশের বিভিন্ন স্থানে বিচারক হিসাবে সুনামের সঙ্গে দায়িত্বপালন করেন। ২০১৫ সালে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসাবে অবসর নিয়েছেন। ২০১৪ সালে পবিত্র হজ পালন করেন। আমাকে ছাড়া অনেক কিছু তার প্রথম কবিতার বই। পৈতৃক শহর নওগাঁ ও দীর্ঘ বিচারক জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখালেখির প্রস্তুতি নিচ্ছেন।

শামসুল আরেফিন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed