Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdun Nur books

follower

আবদুন নুর

প্রফেসর আবদুন নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক-প্রশাসন বিভাগের বরিষ্ঠ শিক্ষক। তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় স্টাডি ফোরাম IASC (Islamic Administration Study Center)-এর প্রতিষ্ঠাতা পরিচালক। তাঁর সম্পাদনায় Journal of Islamic Administration নামে একটি বার্ষিক জার্নালও প্রকাশিত হয়ে আসছে। প্রফেসর নূর ১৯৫০ সালে চট্টগ্রামের রাউজান থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৬ সনে কর্ণফুলী (প্রজেক্ট) হাই স্কুল হতে এস.এস.সি., ১৯৬৮ সনে চট্টগ্রাম সরকারী কলেজ হতে এইচ.এস.সি., ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭২ সালে রাষ্ট্র বিজ্ঞানে বি.এ. অনার্স এবং ১৯৭৪ সনে লোক-প্রশাসনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৭৫ হতে ১৯৭৭ সাল পর্যন্ত লেখক বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে সহযোগী অনুদেষ্ঠা হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালের অক্টোবর মাসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ১৯৯২ সালে লোক-প্রশাসনের প্রফেসর ও ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ে সিলেকশন গ্রেড প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। ইতোমধ্যে লেখক A/D/C (New York) ফেলো হিসাবে University of Malaya হতে MPA ডিগ্রি অর্জন (১৯৮৪) করেন। তাঁর MPA থিসিসের বিষয়বস্তু ছিল: ‘Rural Local Government Finance in Bangladesh’। এছাড়াও তিনি British Council Fellow হিসাবে ১৯৮৭ সালে London School of Economics (LSE)-তে গমন করেন এবং “Local Government in Britain” বিষয়ে গবেষণাকর্ম পরিচালনা করেন। শিক্ষকতা ও গবেষণা ছাড়াও প্রফেসর নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক-প্রশাসন বিভাগের চেয়ারম্যান, শাসসুন্নাহার হলের প্রভোস্ট, World University Servie (WUS)-এর সেক্রেটারী, সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বোর্ড অব গভর্ণরস- এর সদস্য এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবে বহুমুখী প্রশাসনিক অভিজ্ঞতা সঞ্চয় করেন। একজন নিষ্ঠাবান গবেষক হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর বহু গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি আন্তর্জাতিক স্থানীয় সরকার কর্তৃপক্ষ (IULA), আন্তর্জাতিক ইসলামী দর্শন সমিতি, বাংলাদেশ সমাজ বিজ্ঞান পরিষদ এবং বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতিসহ দেশের ও বিদেশের বহু পেশাজীবী সংগঠনের একাডেমিক ও প্রকাশনা কার্যক্রমের সাথে জড়িত। ভারতের আলীগঢ় মুসলিম বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামসহ বহু বিশ্ববিদ্যালয়ের এম.ফিল ও পি.এইচ.ডি গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক ও পরীক্ষকের দায়িত্বও তিনি পালন করে আসছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : স্বাধীনতার ঘোষণা ও বাংলাদেশ (১৯৯২); Social Justice in Bangladesh (১৯৯১); মুক্তিযুদ্ধের চেতনা (১৯৯৩); প্রশাসনিক স্বেচ্ছাচারিতা প্রতিরোধে অম্বুডস্ম্যান (২০০১); ঘুম অপেক্ষা প্রার্থনা শ্রেয় (১৯৯৪); এবং Social Justice and Human Development (২০০৭)।

আবদুন নুর এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed