Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdur Razzak Bakul books

follower

আব্দুর রাজজাক বকুল

আব্দুর রাজজাক বকুল লেখালেখির শুরু নব্বই দশকের মাঝামাঝিতে, কিশোর বেলায়। প্রথমে সাংবাদিকতা পরে সাহিত্য চর্চা। মূলত গদ্যের মানুষ তিনি। লেখেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক। নির্মাণ করেন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। বাবা ডা. আছির উদ্দিন প্রাং ছিলেন প্রাইমারি স্কুলের হেড মাস্টার। মা মাহমুদা খাতুন ছিলেন গৃহিনী। বর্তমানে দুজনেই স্বর্গবাসী। চার ভাই এক বোনের মধ্যে লেখক সর্বকনিষ্ঠ। জন্ম বগুড়া শহরের হাজরাদিঘী গ্রামে। পড়াশোনার তাগিদে ছোটবেলাতেই গ্রাম ছাড়েন লেখক। ভর্তি হন শহরের স্কুলে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন কৃতিত্বের সাথে। মাস্টার্স পাস করেন সরকারি আজিজুল হক কলেজ থেকে। চাকরির সুবাদে বিভিন্ন জেলা শহরে থাকলেও লেখালেখি নিয়মিতই চালিয়ে গেছেন। ছোটবেলা থেকে দেশের বিভিন্ন পত্রিকা ও লিটলম্যাগে নিয়মিত লিখলেও সে তুলনায় তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা অপ্রতুল। এর পূর্বে প্রকাশিত হয়েছে চারটি উপন্যাস ও তিনটি গল্পগ্রন্থ। ভিজ্যুয়াল বিষয়ের প্রতি লেখকের দুর্বলতা ছোটবেলা থেকেই। নির্মাণ করেছেন একটি চলচ্চিত্র ও দুটি প্রামাণ্য চিত্র। ‘দৈনিক আজকের কাগজ’ থেকে পেয়েছেন রচনা প্রতিযোগিতায় পুরস্কার, নওগাঁ সাহিত্য পরিষদ থেকে সম্মাননা ক্রেস্ট, বগুড়ার প্রাকৃতজন থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে লেখক পুরস্কার, জেলা প্রশাসক বগুড়া কর্তৃক লেখক সম্মাননা স্মারক ক্রেস্ট, ঢাকা থেকে প্রকাশিত ‘ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত’ থেকে কথাসাহিত্যে পুরস্কার। একজন দক্ষ সংগঠক হিসেবেও ব্যাপক পরিচিতি আছে তাঁর। তিনি বগুড়া জীবনানন্দ পরিষদ-এর সভাপতি, ঢাকা সাহিত্য পরিষদ-এর সহসভাপতি ও বগুড়া লেখক চক্র-এর গণসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আব্দুর রাজজাক বকুল এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed