প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফরিদা আখতার
জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। অর্থনীতিতে পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কাজ করেন আর্থসামাজিক গবেষণার নানান ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতিনির্ধারণী গবেষণা ও লেখালেখিই তাঁর কাজের প্রধান জায়গা। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য-সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং অন্যান্য উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক কাজ করে চলেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের ওপর এর ক্ষতির প্রভাব নিয়ে লেখালিখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত। বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, সম্মিলিত নারী সমাজ-এর সদস্য। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পর্যায়ে দুটি সংগঠন South Asia Network for Resistance against Traffiking in women and children ও South Aisa Network on Food Ecology and Culture (SANFE)-এর সদস্য এবং নারী স্বাস্থ্যের ওপর প্রজনন প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে সোচ্চার সংগঠন FINRRAGE (Feminist International Network for Research Against Reproductive and Genetic Engineering)-এর সঙ্গে শুরু থেকেই সংশ্লিষ্ট। বর্তমানে উবিনীগ-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আছে : নারী ও গাছ : কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা; ‘জনসংখ্যা প্রসঙ্গ : কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা; ‘জনসংখ্যা প্রসঙ্গ’; Violence of Population Control; Resisting Norplant : Women's Struggle in Bangladesh Against Coercion and Violence; Depopulation Bangladesh : Essays on the Politics of Fertility and Reproductive Rights; Seeds of Movement: On women's Issues in Bangladesh.