প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার নাশিখাল ও ছোট্ট ফুলেশ্বরী নদীর রহস্য খুঁজে বেড়ানো শৈশব মোহাম্মদ আলীর। তাঁর গ্রামের নাম জাগির পাড়া। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। লেখালেখির জগতে পরিচিত নন, আবার এক লাফে শিখরে যেতেও অনাগ্রহী। আগাতে চান ধীরে ধীরে, চিন্তার পরিচয়ে। চলার পথে তাঁকে নান্দনিক সব বিষয় টানে। তবে কবিতার সাথে গৃহস্থালী শৈশবের নীল সমুদ্র থেকে। প্রত্যাহিক জীবনের অন্যতম প্রধান খোরাক কবিতা, তাই তো ছাত্রজীবনের পর শিক্ষকতার অ্যাকাডেমি প্রয়োজনের তালিকাতেও কবিতার ব্যবচ্ছেদকে অগ্রণী ভূমিকাতে রাখছেন। নানামুখী শৈল্পিক সৌকর্যের কবিতায় নিয়মিত আগ্রহ বোধ করেন। প্রকাশিত প্রবন্ধ ‘ফুল ও ফুলকি’ (২০২৩, দিব্যপ্রকাশ) ও ‘সাতচল্লিশপরবর্তী বাংলাদেশের কবি ও কবিতা’ (২০২৩, দ্বিমত)।