clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A. B. S. Raj books

followers

আ.ব.স. রাজ

আমি জন্মেছি রুদ্রের শহর, মোংলাতে। আমার ছেলেবেলা কেটেছে এই মফস্বলেই, পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে। আমার বাবা প্রচন্ড সুন্দর করে গল্প গড়তে পারতেন। শুক্রবার, ছুটির দিনের দুপুরে "আম্মু"র হাতে খাওয়ার পরের ভাত ঘুম হতো 'আব্বু'র গল্প শুনে। আব্বু ছবি আঁকতেন, কবিতা লিখতেন, আবৃত্তি করতেন! আরো কতো কি! আববুর কিছুটা গুন হয়তো আমি পেয়ে গেছি। A আমার লেখালেখির শুরুটা হয় ২০১২ সালে। আমার প্রথম পাঠক আমার ছোটবোন 'নাহার।' এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় একটু আধটু লিখতে শুরু করি 'পথ হারা পথিক' নামে। এখন অবশ্য এই নামে লেখা হয়না আর। লিখতে ভালো লাগতো, তাই লিখতাম। কখনো বই বের হবে, সেটা না ভাবলেও মনের কোথাও সুপ্ত একটা ইচ্ছে ছিলো- আমার সৃষ্টিরা প্রকাশ পাক। আজ দীর্ঘ ১১ বছর পরে সেটা পূর্ণ হতে যাচ্ছে! এটা কি ধৈর্য্য? যদি তাই হয় এই ধৈর্য্য আমি আমার মায়ের থেকে পেয়েছি। মাকে দেখে শিখেছি কিভাবে ধৈর্য্যের সাথে কঠিন সময় পাড়ি দিতে হয়। আমার যত ভালো দিক আছে সেগুলো এই দুটো মানুষের থেকেই পাওয়া। আব্বু বেঁচে থাকলে হয়তো আমার এই অর্জনে আমার থেকেও বেশ খুশি হতেন। আম্মুকে বই প্রকাশের কথা জানাইনি এখনো। একেবারে বই নিয়ে গিয়ে হাতে দিয়ে একদম চমকে দেবো ভেবেছি। আবু বকর সিদ্দিক রাজ। - শনিবার | ১৪ জানুয়ারি, ২০২৩। ভোর ৪টা ৩৪ মিনিট। (বিঃদ্রঃ পাঠকদের থেকে প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। 'আপনার পুরো নাম কী?' আমি প্রতিবারই বলেছি, সময় হলে কোনো একদিন পুরোপুরি প্রকাশ পাবো। আজ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই কথা রেখেছি।)

আ.ব.স. রাজ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed