প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আয়শা সিনীন খান
আয়শা সিনীন খান হিসেবে পরিচিত হলেও পুরো নাম আয়শা বিনতে আসলাম খান, জন্ম ২০০৫ সালের ২৪ জুন। জন্ম ফরিদপুর, বেড়ে ওঠা সৌদি আরব ও ঠাকুরগাঁও এ। পৈতৃক ভিটা মুন্সিগঞ্জের বিক্রমপুরের রাড়িখাল। থাকছেন ঢাকায়।এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে পাশ করেছে। ঢাকা সিটি কলেজে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষে অধ্যয়নরত। বাবার জ্ঞানপিপাসু মনোভাবের কারণে ছোটবেলা থেকে জ্ঞান অর্জনের দিকে ঝোঁক ছিল প্রবল। শেলফে থাকা তার বইগুলো পড়ার মাধ্যমে মূলত বইপড়ুয়া হয়েছে। বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক বই থেকে শুরু করে সাহিত্যের প্রায় সব শাখার বইই টুকটাক পড়া হয়েছে তার। ছোট বোনকে নিয়ে ক্লাস ফোর এ থাকতে নিজের হাতে লেখা ম্যাগাজিন বানিয়েছিলেন।লেখার হাতেখড়ি মূলত তখন থেকেই। তবে প্রফেশনাল লেখালেখির জগতে তিন বছর আগে পা ফেলেছেন তিনি। এখন আর্টিকেল ও ব্লগ লিখে, ফাইভারে কন্টেন্ট রাইটিং সেক্টরে পা ফেলেছেন। ২০২৩ এর বইমেলায় গল্পসংকলনে তার একটি গল্প এসেছে। 'রক্তাক্ত লকেট' উপন্যাসটি তার এক স্বপ্নের ফসল। এটি মূলত তারই বানানো একটি সিরিজের অংশ থেকে নিয়েছে সে। ইচ্ছে আছে সিরিজের পরবর্তী বইগুলোও বের করার। সেগুলোতে থাকবে আরও ভিন্ন কিছু। লেখালেখির মাধ্যমে জাতিগত সাম্যবাদ, নারী পুরুষ অধিকার সাম্যতা ছড়াতে চান। ধর্ম-বর্ণ-গোত্র বিভেদহীন একটি বিশ্ব গড়ে তোলাই তার স্বপ্ন।