প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোঃ রফিকুল ইসলাম (ফটোগ্রাফার)
যুদ্ধই জীবনের সৌন্দৰ্য জন্ম গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হােসেনপুর গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে। কৈশোরে পরিচিত হন। সবুজ ঝোপঝাড়, মাঠ, গরু, গুডিড, বানের পানি আর মুক্ত আকাশের সাথে। অক্ষর শেখার আগেই ছবি আঁকা শুরু করেন, তবে কাগজে নয়, মাটির ওপর। আর্ট কলেজে ভর্তি হওয়ার বড় সাধ ছিল, নানা কারণে হয়ে ওঠেনি। ভালো ছাত্র হলেও পরিস্থিতির ঘুর্ণিপাকে থেমে গেছেন অনেকবার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে শেষ প্রান্তে এসেও শেষ করেননি। জীবনের টানাপোড়নে ঢাকায় এসে কর্মজীবন শুরু করেছিলেন গ্রাফিক ডিজাইনার হিসেবে। ফটোগ্রাফির চর্চা শুরু করেন। উনানব্বই নাগাদ'। ফটোগ্রাফিতে ডিপ্লোমা করেন আলোকচিত্রাচার্য এম.এ. বেগের কাছে। এরপর জীবিকার তাগিদে অ্যামেরিকা চলে গেলে সেখানে ফটোগ্রাফি বিষয়ে দু’বছরের গ্রাজুয়েশন কোর্স সমাপ্ত করেন। নিউইয়র্কে অবস্থানকালীন সময়ে একটি অ্যাডভারটাইজিং ফটাে স্টুডিওতে ফটােগ্রাফার হিসেবে সুনামের সাথে কাজ করেন।