ক্রিকেটের কিংবদন্তিদের নিয়ে কোনোকালেই আগ্রহের মোটেও কমতি নেই । তাঁদের বর্ণাঢ্য ও বর্ণিল জীবন সব বয়সী ক্রিকেটানুরাগীকেই আবিষ্ট করে । কিছু কিছু নাম চিরকালীন হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় কোনো কোনো নাম । এক-একজনের ভালো লাগা এক একরকম হতেই পারে । তবে 'দ্য চ্যাম্পিয়ন' ডব্লিউ জি গ্রেস, 'বার্নি’ সিডনি বার্নস, দ্য মাস্টার' জ্যাক হবস, 'দ্য ডন' ব্রাডম্যানের মতো সর্বকালের সেরারা ক্রিকেট রোমান্টিকদের হৃদয় থেকে কখনই মুছে যেতে পারেন না । বরং নতুন প্রজন্মের চোখে তাঁরা ধরা দেন ভিন্ন আঙ্গিকে । যেমনটি তাঁরা বন্দিত হয়েছেন ক্রীড়ালেখক ফারহান জাহাঙ্গীরের কলমে । তাঁর দেখার চোখ আর লেখার ভঙ্গি ব্যতিক্রমধর্মী । স্মার্ট ও সাবলীল গদ্যে তিনি তুলে ধরেছেন ২৩ জন ক্রিকেটারের ঝলমলে জীবনচরিত। তাতে আছেন এই সময়ের কুমার সাঙ্গাকারা, ডেইল স্টেইন, সাকিব আল হাসানও । তবে প্রচলিত ছকের বাইরে গিয়ে কিংবদন্তি ক্রিকেটারদের ভেতরের মানুষকে ফুটিয়ে তুলেছেন একসময়ের ক্রীড়া সাংবাদিক বর্তমানে কর্মব্যস্ত ব্যাংকার ফারহান জাহাঙ্গীর । লেখার ক্ষেত্রে তাঁর যে মুন্সিয়ানা, তাতে পাঠকদের আকৃষ্ট না করে পারে না । দুলাল মাহমুদ সাংবাদিক, লেখক