"ভাষা প্রসঙ্গ ও ধনিবিজ্ঞান" বইয়ের ফ্ল্যাপের লেখা: সমাজবিদ্যার নিবিড় অনুধাবনে ভাষাবিজ্ঞান আজ এক বহুচর্চিত প্রাসঙ্গিক বিষয়। জ্ঞানচর্চার বিস্তীর্ণ পরিধিতে ভাষাবিজ্ঞান ক্রমশই অনুশীলনের অনিবার্য ক্ষেত্র হয়ে উঠছে। বর্তমান গ্রন্থ দুটি অংশে পরিকল্পিত। ভাষা এবং ভাষাবিজ্ঞান সংক্রান্ত মৌলিক ধারণাগুলি এখানে যেমন তুলে ধরা হয়েছে, তেমনি আলােচিত হয়েছে ভাষাবিজ্ঞানের অন্তর্গত ধ্বনিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রসঙ্গসমূহ। ভাষাবিষয়ক আলােচনায় উপস্থাপিত হয়েছে ভাষার সংজ্ঞা, স্বরূপ ও বৈচিত্র্য। ভাষাজ্ঞাপনের বিবিধ তত্ত্ব, ভাষার নির্বাহণ, নির্মাণ লক্ষণ প্রভৃতি নানা জরুরি বিষয়ে অনুসন্ধানের পাশাপাশি ভাষাবিজ্ঞানের পরিধি, শাখাবিভাজন এবং ভাষাগঠনের বিভিন্ন স্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারণাগুলি বিবৃত হয়েছে। আলােচিত হয়েছে স্যসুর ও চমস্কির আধুনিক ভাষাবিজ্ঞান সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু তত্ত্বাদর্শ। ভাষার স্থাপত্য গড়ে ওঠে টুকরাে টুকরাে ধ্বনি জুড়ে। তাই ভাষাবিজ্ঞান এবং ধ্বনিবিজ্ঞান অনিবার্যভাবেই সম্পৃক্ত। গ্রন্থে ধ্বনিবিজ্ঞানের আলােচনায় সঙ্গত কারণেই প্রাধান্য পেয়েছে উচ্চারণমূলক ধ্বনিবিজ্ঞান। বাঙলা ও ইংরেজির ধ্বনিসংক্রান্ত বিচার ও বিশ্লেষণের পাশাপাশি ধ্বনিতরঙ্গবিজ্ঞান ও শ্রুতিমূলক ধ্বনিবিজ্ঞানের সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ রূপরেখা বিধৃত রয়েছে আলােচ্য গ্রন্থে। জটিল তত্ত্ব নয়; বরং ভাষা-সচেতন পাঠককে ভাষাবিজ্ঞান এবং ধ্বনিবিজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসু করে তােলাই এই গ্রন্থের অন্যতম লক্ষ্য।