"একা একা একাশি" বইয়ের লেখকের কথা: নানা সময়ে নানা পরিস্থিতিতে যেসব আত্মস্মৃতিমূলক রচনায় হাত দিয়েছি তার সংখ্যা নিতান্ত কম নয়। এগুলি ঠিকমতাে সংগ্রহ করলে প্রায় একটা আত্মজীবনী হয়ে যায় এমন কথা আপনজনদের কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ সাবধান করে দিয়েছেন, আপনার প্রায় সব লেখাইতাে স্মৃতির আলােকে রঞ্জিত—আপনার উপন্যাস, ছােটগল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনি, এমনকি • বিবেকানন্দ-অনুসন্ধানকেও তাে এর থেকে বাদ দেওয়া যায় না। বহু বাধা পেরিয়ে একাশিতে পৌছে আজকাল কিছু কিছু পুরােনাে ঘটনা নিজেরই ভাল লেগে যায়, মনে হয় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমার কিছু লেখা নতুন যুগের পাঠক-পাঠিকাদের সামনে নৈবেদ্য হিসেবে নিবেদন করা মন্দ হবে না, নবযুগের নাগরিকরা নতুনভাবে কোনাে লেখকের সৃষ্টিতে কৌতুহলী হলে সেই লেখকের পুনরাবিষ্কার সম্ভব হতে পারে। এই লেখাগুলির সংকলনে কিছু অসুবিধাও সহজেই লক্ষ্য করা যায়—সময়ের কঠিন শাসন অনুযায়ী এগুলি সাজানাে যুক্তিযুক্ত মনে হয়নি, ঘটনাগুলি কখনও খুব এগিয়ে, কখনও খুব পিছিয়ে থাকতে চেয়েছে গল্প বলার প্রয়ােজনে। আত্মপক্ষ সমর্থনে এইটুকু বলা যায়, এই খেয়ালি সংগ্রহে আমি নিজেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। এই সংকলন থেকেই নতুন করে আমার খোঁজখবর নেওয়া শুরু করা ছাড়া আর কোনাে উপায় থাকছে না বােধহয়।
শংকর একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য। এই তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।