''ফরাসি বিপ্লব'' বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : ইংরেজ শিল্পবিপ্লবের মতো ফরাসি বিপ্লবও মানবসভ্যতার ইতিহাসে এক উল্লেখযোগ্য চালিকাশক্তি হিসাবে কাজ করছে ফরাসি বিপ্লবের উত্তরাধিকার। একথা ঠিক একই বিষয় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যাত হতে পারে । দেশ কাল পাত্র ভেদে তার গুরুত্ব ও তাৎপর্যের মূল্যায়নে হেরফের ঘটা অসম্ভব নয়। তবে একজন ফরাসি মার্কবাদী বুদ্ধিজীবি হিসাবে আলবের্টো সবুলের কলমে ফরাসি বিপ্লবের ইতিহাসের গবেষণামূলক বিশ্লেষণধর্মী উপস্থাপন এক আলাদা মাত্রা পায়। সমগ্র বিশ্বে বিদগ্ধ পণ্ডিত হিসাবে আলবের্টো সবুলের নাম সুবিদিত। তাঁর লেখা গবেষণাধর্মী বস্তুনিষ্ঠ ‘ফরাসি বিপ্লব' এই বিপ্লব সম্পর্কে কেবল ফ্রান্সের নয় সমগ্র বিশ্বের ধ্যানধারণা সমৃদ্ধ করেছে। অধ্যাপক সবুলের মতে ফরাসি বিপ্লব আধুনিক বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। তাঁর লেখা ‘ফরাসি বিপ্লব' বহু বছরের অক্লান্ত পরিশ্রম ও অতন্দ্র সাধনারই ফলশ্রুতি। প্রথম বিশ্বযুদ্ধে আলবের্টো সবুল (১৯১৪-১৯৮২) তাঁর পিতামাতাকে হারান। তাঁর ফুপু বিশিষ্ট শিক্ষিকা মারি সবুল তাঁকে প্রতিপালন করেন। তিনি যে শিক্ষা লাভ করেন তা ছিল গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক কর্তব্যবোধের দ্বারা পুরোপুরিভাবে সম্পৃক্ত।