প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Nawroze Sahitya Samvar প্রতিষ্ঠান পরিচিতি : তৃতীয় প্রজন্মে নসাস
১৯৪৪-এ কোলকাতায় এর যাত্রা শুরু। সাত দশক ধরে স্বগর্বে উপস্থিত ‘নবযুগ লাইব্রেরী’ পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেয়া নাম নওরোজ লাইব্রেরী ৯ মির্জা গালিব স্ট্রিট, কোলকাতা, পশ্চিমবঙ্গ/১৯৪৮ পরবর্তী নওরোজ কিতাবিস্তান প্রলম্বিত নওরোজ সাহিত্য সম্ভার/নসাস ঢাকা আত্মপ্রকাশ করে আজ অব্দি দেশের প্রাচীন ও গণ্য প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে স্কীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রকাশনায় গুণগত উৎকর্ষ, বৈচিত্র নিশ্চিত করতে সমস্ত চেষ্টা বজায় রেখে কাজ করে চলেছে নসাস। বিষয় নির্বাচন, অভিনবত্ব এই প্রচেষ্টারই পরিচয় বহন করে। শুধু পড়ুয়া তৈরির তাগিদ থেকে নওরোজ সাহিত্য সম্ভার/নসাস শিশু-কিশোরদের গ্রন্থ প্রকাশেও সর্বদা সচেষ্ট রয়েছে।
দেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক মরহুম মোহাম্মদ নাসির আলী নওরোজ কিতাবিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতার ঐতিহ্যকে ধারণ করে নসাস। যিনি পেয়েছিলেন, শিশুসাহিত্য রচনা ও কম খরচে প্রকাশনায় আধুনিকতা প্রবর্তনের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র বাংলাদেশ স্বর্ণপদক, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সাহিত্য রচনার জন্য ইউনেস্কো, বাংলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, হাবিব ব্যাংক, অগ্রণী ব্যাংক ও লাইব্রেরী অব কংগ্রেস (যুক্তরাষ্ট্র) স্বর্ণপদক ও সনদ। জাতীয় গ্রন্থকেন্দ্র প্রথম স্বর্ণপদক দেয়া হয় আজীবন সৃজনশীল প্রকাশনা সৃজনের জন্য।
আমাদের তালিকায় রয়েছে দেশী-বিদেশী খ্যাত লেখকদের সমাহার। স্বশিক্ষিত পাঠকের জন্য রয়েছে বিবিধ গ্রন্থ।
(Showing 1 to 60 of 359 items)
demo content