মহান আল্লাহ পাকের সৃষ্ট সকল মানুষদের মধ্য থেকে কিছু বিশেষ বিশেষ নেয়ামত দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। তাঁদের মধ্য থেকে বিশেষায়িত করে কয়েকজন নারী সৃষ্টি করেছেন যাদের গুণাগুণ তুলনা করা নবী করীম (সাঃ)-এর নগন্য উম্মতের সাধ্যের বাইরে। তাদের মধ্য থেকে উম্মাহাতুল মুমেনীনগণের ইতিহাস শুনতে ও জানতে প্রত্যেক মুসলমান চেষ্টা করেন। করুণাময় আল্লাহ পাকের অশেষ করুণা ও রহমতের ফলে আমলে নাজাত আজ সহৃদয় পাঠক ও পাঠিকাগণের পবিত্র করকমলে তুলে দিতে সক্ষম হয়েছি। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখাে শুকরিয়া আদায় করছি। মানুষের এই দুনিয়ার জীবন সীমিত। আসা ও যাওয়ার সীমারেখা অতিক্রম করে অবশ্যই একদিন মানুষকে পরপারে পাড়ি জমাতে হয়। শুরু হয় এক অনন্ত অসীম জীবনের পথচলা। পৃথিবীর জীবনে চলার জন্য, বসবাসের জন্য যেমন বিভিন্ন উপকরণ ও জিনিসপত্রের প্রয়ােজন হয়, তেমনি পরকালের মুক্তির সম্বল হচ্ছে মানুষের নেক আমল। যার আমলনামায় নেক আমলের ভাগ বেশি হবে, সে সুখময় বেহেশতে স্থান লাভ করবে এবং যার বদ-আমল বেশি হবে, সে কঠিন শাস্তির নিবাস জাহান্নামে প্রবেশ করবে। দুনিয়ার জীবনে মানুষ কিভাবে নেক আমলের পরিমাণ বাড়তে পারে এবং আখেরাতের পাথেয় অর্জন করতে পারে, এর সংক্ষিপ্ত রেখাচিত্রই হচ্ছে ‘আমলে নাজাত। যারা পরকালে বিশ্বাসী এবং যারা আল্লাহর রেজামন্দি লাভের প্রত্যাশায় মন-প্রাণ সমর্পণ করতে আগ্রহী, যারা আল্লাহ পাকের মহব্বতের সাগরে অবগাহন করতে প্রয়াসী, যারা আল্লাহ প্রেমের অনলে পতঙ্গসম ঝাঁপিয়ে পড়তে উৎসাহী, তাদের জন্য এই ক্ষুদ্র পুস্তিকা দিকদর্শনের ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।