"নান্দনিক তিরিশ কবির শিল্পচৈতন্য" বইয়ের ফ্ল্যাপের লেখা: রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের প্রধান পাঁচজন কবি জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে'র কাব্যসম্ভার বাংলা সাহিত্যকে বিপুলভাবে প্রভাবিত করেছে। কিন্তু তারা কেবল কবিতাই লেখেননি, নিজেদের সাহিত্যকেন্দ্রিক বিচিত্র ভাবনা ও অনুভূতি নিয়ে নানা প্রবন্ধও লিখেছেন। সেইসব প্রবন্ধে মূর্ত হয়ে উঠেছে তাদের স্বকীয় নন্দনবিশ্ব। প্রকৃতপক্ষে, তাঁদের নন্দনতত্ত্ব-কেন্দ্রিক প্রবন্ধসমূহ দৃষ্টিভঙ্গিতে বিচিত্র ও স্বভাবে প্রাতিস্বিক, আয়তনে বিপুল, প্রসারে বৈশ্বিক, চেতনায় মহাবৈশ্বিক। কিন্তু এ নিয়ে তাৎপর্যপূর্ণ গবেষণার তেমন নমুনা পাওয়া যায় না। এর একটি কারণ, কাজটি সহজ নয়। “নান্দনিক তিরিশ: কবির শিল্পচৈতন্য” গ্রন্থটিতে আবু দায়েন এই কঠিন কাজটি যােগ্যতা ও দক্ষতার সঙ্গেই সম্পন্ন করেছেন। তিরিশের প্রধান কবিদের রচনাসমূহকে প্রাথমিক পর্যায়ে এককভাবে, এবং পরে যৌক্তিক ধারাবাহিকতায় পরস্পর-সাপেক্ষতার বিবেচনায় তুলনামূলকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছেন। তিরিশের কবিদের প্রবন্ধে বর্ণিত বিভিন্ন লেখক ও শিল্পতাত্ত্বিকের মূল রচনা, লেখকদের ওপর তাদের প্রভাব, দার্শনিক বৈপরীত্য ও সাযুজ্য যেমন বিশ্লেষণ করেছেন, তেমনই সাহিত্যকেন্দ্রিক চিন্তাধারার অগ্রসরমানতা ও পরিণতিমুখিতার রূপরেখাও নির্মাণে সচেষ্ট হয়েছেন। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে নন্দনতত্ত্ব এবং সাহিত্যতত্ত্বের আলােচনা এ গ্রন্থটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
আবু দায়েন। জন্ম ২৭ চৈত্র। তৎকালীন ঢাকা জেলার বৈদ্যের বাজার থানার খাসের চর গ্রামে। কাশফুলে ঢাকা সে গ্রাম মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে। বেড়ে ওঠা পার্শ্ববর্তী সাতভাইয়া পাড়া গ্রামে, বর্তমান সােনারগাঁ উপজেলা। লেখাপড়া বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার এন এ এম পাইলট স্কুল, ঢাকার শহীদ সােহরাওয়ার্দী কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কর্মসূত্রে বসবাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাংলা। বিভাগের শিক্ষক। সন্তান নীপমনন ইসলাম, স্ত্রী আফরােজা রেশমা ও মা সাবেরা খাতুনকে নিয়ে চৈতন্যের সংসার। চৈতন্য জুড়ে থাকেন। পরলােকগত পিতা মুনশি আবদুল খালেক। সংসার, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির প্রতি দায়বােধ বরাবর। সে-বিবেচনায়। আত্মীয়-পরিজন ও দেশ-জনতার যাবতীয় অনুষঙ্গ চৈতন্যের অংশীদার। সাহিত্য-রাজনীতি-সংস্কৃতির বিবিধ বিষয়ে বােঝাপড়ার প্রয়ােজনে স্বল্পপরিসরে নিবেদিত কবিতা রচনা ও মৌলিক গবেষণায়, কখনাে আগ্রহী রাজনৈতিক কলাম রচনায় । প্রকাশিত গ্রন্থ : কবিতা জল ও ঝিনুকের গল্প (২০০৭) ভুবনবিত্তান্ত (২০১০) জল হবে জলবন্দি (২০১১) গবেষণাগ্রন্থ : বাংলাদেশের লােকছড়া (২০১১)