একটি ভিন্নধর্মী বই এলেবেলে। এযাবৎকালে এ ধরনের টুকরো টুকরো কথামালা নিয়ে বই প্রকাশিত হয়েছে কিনা জানা নেই। গ্রন্থভুক্ত লেখাগুলো একটানা অনেকদিন ফেসবুকে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার সাথে সাথে বন্ধুদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। শত শত লাইক আর কমেন্টসের বন্যায় ভেসে যায়। অনেকেই বই আকারে দেখতে আগ্রহ প্রকাশ করে। তারই আলোকে বাছাই করে সেরা ৩১২ এলেবেলে সন্নিবেশিত করা হয়েছে । লেখক এলেবেলে নামে তার ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা ও স্মৃতিকথা স্বল্প পরিসরে পাঠকের সাথে শেয়ার করেছেন। নাম এলেবেলে হলেও মোটেও এলেবেলে না লেখাগুলো। প্রতিটি লেখারই রয়েছে ভিন্ন ব্যঞ্জনা ভিন্ন আবেশ। অনেক লেখাই পাঠককে ভাবিত করেছে, আবেগ-আপ্লুত করেছে, চোখের জলে ভাসিয়েছে বা আনন্দ দিয়েছে। অত্যন্ত সাবলীল, চমৎকার ভাষাশৈলী ও সাহসিকতার সাথে অনেক কথাই বলেছেন লেখক। আমরা সাধারণত যা বলতে চাই না, প্রকাশ করতে দ্বিধা করি লেখক তা অবলীলায় বলেছেন। নিজের শৈশব, কৈশোর, পাওয়া না-পাওয়া, সমাজের নানা অসঙ্গতি, প্রবাসের নানা মজার মজার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার সাহস ও সারল্য পাঠককে বিমুগ্ধ করে। লেখক তার স্বভাবসুলভ সরলতার মাধ্যমে অকপট বর্ণনা করেছেন সত্য গল্প। যেখানে ফুটে উঠেছে লেখকের মনের কোমল ও সুপ্ত অনুভূতিগুলো। তার লেখায় স্পষ্টতা আছে কিন্তু কোনো বাহুল্য নেই। এটাই লেখকের বৈশিষ্ট্য।
জসিম মল্লিক। জন্ম বরিশাল শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক-এ নিয়মিত লিখছেন। ১৯৮৪ সালে শাহাদত চৌধুরী সম্পাদিত তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় যোগদান করেন। এরপর সাপ্তাহিক বিচিত্রার আকস্মিক বিলুপ্তির পর ১৯৯৮ সালে মিডিয়া ওয়ার্ল্ড পাবলিকেশন প্রকাশিত সাপ্তাহিক ২০০০-এ যোগ দেন। দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা জীবনে তাঁর অভিজ্ঞতা বিপুল ও বিশাল। এই বিশাল অভিজ্ঞতার উপাদান নিয়েই তিনি নির্মাণ করেছেন অসংখ্য গল্প উপন্যাস এবং সমাজ সচেতনতামূলক বিভিন্ন লেখা। তুলে এনেছেন জীবনের চরম সত্য আর বাস্তবতাকে। তাঁর সপ্রতিভ, ঋজু, সংহত, সংবেদী ভাষা আর বিষয় বৈচিত্র্যের স্বকীয়তা ও নিজস্বতা বরাবরই লক্ষ্যযোগ্য। সাধারণত তিনি সামাজিক এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মানুষের সম্পর্কের যে মনোজাগতিক বিষয় আছে সেটাকে তিনি অনুপুঙ্খভাবে তুলে আনেন তাঁর লেখায়। এছাড়া প্রকৃতি এবং নদী তাঁর লেখার বেশিরভাগ জুড়ে থাকে। ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ জনসংযোগ সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক। বর্তমানে কানাডার নাগরিক এবং টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এবং এনটিভির কানাডা প্রতিনিধি। বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক ২০০০ ও আনন্দধারার বিশেষ প্রতিনিধি ছিলেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকায় লিখে চলেছেন বিরামহীন।