"গল্প শুনি মহৎ জীবনের" বইটির 'কথন' অংশ থেকে নেয়াঃ বিশ্বমহামানবগণ মানবজীবনের পরমাদর্শ। আর সে মহামানবেরা যদি হন পূত ধর্মাশ্রয়ী জীবনের অনুসারী, তা হলে তাে তাঁদের জীবনের ছােট-বড় সব ঘটনাই আমাদের জন্য হয়ে যায় শাশ্বত সুন্দর জীবন বিনির্মাণের পথিকৃৎ অনুষঙ্গ। জগতে মহৎ ব্যক্তিরা কখনও আগ্রহী হন না তাঁদের আপন মহত্ত্ব প্রকাশ অথবা প্রচারে। কিন্তু যে মহৎ কর্মজীবন তাঁরা গঠন করেন, আমাদের জন্য তা-ই হয়ে থাকে মহৎ সত্যসুন্দর আনন্দময় জীবন তৈরির পাথেয়। কর্মই তাঁদের জীবনকে মহত্বদান করে। আর তাদের সেই মহৎ জীবনগুণেই সর্বজনের কাছে তারা হয়ে ওঠেন সর্বকালজয়ী অনুসরণীয় ব্যক্তিত্ব। পরম করুণাময় আল্লাহ তা'য়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি। আশরাফুল মাখলুকাত। আবার এই মানবজাতির মধ্যে শ্রেষ্ঠতম মানব বিশ্বনবী হযরত মােহাম্মদ (সা.)। বিশ্বনবী (সা.)'র প্রিয়জন তাঁর আদর্শময় জীবনের অনুসারীগণ। তারা সকলেই আদর্শময় জীবনে সমৃদ্ধ। তাঁদের সে আদর্শিক জীবনের কর্মকাহিনী অনুসরণে নিশ্চিতভাবে সমৃদ্ধ হতে পারি আমরা আমাদের সুখি সুন্দর আদর্শিক সমৃদ্ধিময় জীবন গঠনে। বিশ্বনবী (সা.) ও তাঁর প্রিয় সাহাবাসহ কয়েকজন ইসলামি আদর্শিক ব্যক্তিদের জীবনের কিছু অনুসরণীয় ঘটনা নিয়ে কবিতাকারে রচিত ‘গল্প শুনি মহৎ জীবনের : কাব্যকবিতায়' শিরােনামের এ গ্রন্থটি।
আ. শ. ম. বাবর আলী জন্ম সাতক্ষীরা জেলার নলতা গ্রামে ১৯৪২ সালের ২০ নভেম্বর। ১৯৫৯ সালে ম্যাট্রিক পাস করেন নলতা হাইস্কুল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ. পাস করেন ১৯৬৫ সালে। ১৯৬৮ সালে টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি. এড. পাস করেন। পরবর্তীতে বিসিএস। একটা বেসরকারি কলেজে অধ্যাপনার মাধ্যমে তাঁর চাকরি জীবন শুরু হয়। পরে সরকারি চাকরিতে যোগদান করেন। ২০০০ সালে চাকুরি থেকে পুরোপুরি অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৫৩ সালে মওলানা আকরাম খাঁ সম্পাদিত দৈনিক আজাদের মুকুলের মাহফিলে। পরবর্তীতে ইত্তেফাক, সংবাদ, পূর্বদেশ, সওগাত, মোহাম্মদী, সমকাল, মাহে-নও, ঝিনুক, সাতরঙ প্রভৃতি দৈনিক ও মাসিক পত্রিকাতে তাঁর লেখা প্রবন্ধ, গল্প, ছড়া, কবিতা ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে। অনেকগুলো সাহিত্য পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। তার মধ্যে অন্যতম- সুমন সাহিত্য পুরস্কার (১৯৮১), সাহিত্যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ক্যাম্ব্রিজ, লন্ডন (১৯৯২), শিরি শিশুসাহিত্য সম্মাননা (১৯৯৩), কালিগঞ্জ সাহিত্য একাডেমি স্বর্ণপদক (১৯৯৯), কবি জসীম উদ্দীন পুরস্কার (১৪০৭ বঙ্গাব্দ), দেওয়ান মোহাম্মদ আজরফ স্মারক প্রতিবিম্ব পুরস্কার (২০০১), সাতক্ষীরা সাহিত্য একাডেমি স্বর্ণপদক পুরস্কার (২০০২), বাঁধনহারা লিটলম্যাগ সাহিত্য পুরস্কার (২০০৭), অগ্রদূত সাহিত্য সম্মাননা (২০০৭),