“এই নগরের পথে" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ‘সরি, এভাবে হাত ধরাটা উচিত হয়নি। ‘ইটস ওকে, আমি জানি আপনি খেয়াল করেননি। ‘সরি সেজন্য না, খেয়াল করার পরও আরাে তি সেকেন্ড ইচ্ছে করে ধরে রাখার জন্য। ' আফরীন হেসে উঠল। কাঁচভাঙা হাসি না, নয় দুষ্টুমি হাসিও। নিঃশব্দ এই হাসিটাকে সংজ্ঞায়িত করার মা জ্ঞান আমাকে দেয়া হয়নি। আবছা আঁধারিতে এ হাসি যে কারাে বুকে চিনচিনে ব্যথা তৈরি করতে যথেষ্ট... ... আজকাল এই নগরের পথে হেঁটে বেড়ানাের সম চোখকান খােলা রাখলেই এক যুগলকে দেখা যায় হাতে বানিয়ে গাড়িতে গাড়িতে গিয়ে টাকা তুলতে এখানে কয়েকটি রহস্য আছে। মেয়েটা কোটিপতি হওয়া সত্ত্বেও কেন এভাবে টাকা তুলছে সে রহস্য রহস্য তাদের মধ্যকার সম্পর্ক নিয়েও। তার নিজেরাও জানে না তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কী ভাই-বােন, ছাত্রী-শিক্ষক, সাইকিয়াট্রিস্ট-রােগী নাৰি প্রেমিক প্রেমিকা! তবে সবচাইতে বড় রহস্যের তল আপনি পুরে বইয়ের কোথাও খুঁজে পাবেন না। কোটিপতি মেয়েটা সাথে থাকা ওই যুবকের রহস্য। একজন অভ্র, এ সাক্ষাৎ বিভ্রান্তি। আবারও একবার স্বাগতম অভ্র’র মায়াময় জগতে। এ জগতে রহস্য আছে, বিভ্রান্তি আছে, হাসি আছে, প্রাে আছে, কান্না আছে কিন্তু বের হবার রাস্তা নেই!
আবুল ফাতাহর জন্ম ৭ এপ্রিল। আদি নিবাস সিরাজগঞ্জ। আজকাল ঢাকা নগরীতে বসবাস। লেখালেখি নেশায়৷ ২০২১ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১১। মূলত থ্রিলার ও রহস্যধর্মী উপন্যাস লিখে থাকেন। তার জনপ্রিয় একটি চরিত্রের নাম 'অভ্র'৷ এক বাউন্ডুলে যুবককে কেন্দ্র করে এই সিরিজের উপন্যাসগুলো গড়ে ওঠে। অভ্র সিরিজের বইয়ের সংখ্যা ৫টি। দ্য এন্ড, ইশতেহার, অভ্রত্ব, ইত্যাদি তার সর্বাধিক পাঠকপ্রিয় বই। পেশাতেও জড়িয়ে আছে বই। পেশায় পুরোদস্তুর প্রচ্ছদশিল্পী ও ভিজুয়াল আর্টিস্ট। এখন পর্যন্ত প্রায় ১২০০ বইয়ের জন্য প্রচ্ছদ করেছেন তিনি। 'নন্দন' নামের এক ডিজাইন হাউসের প্রতিষ্ঠাতা ও চিফ ডিজাইনার হিসেবে কর্মরত আছেন।