বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে মুকুট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলে শিক্ষকতা শুরু করে ঢাকার বাইরের এক শিক্ষাপ্রতিষ্ঠানে। পাহাড় ও টিলায় ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ঢাকার কোলাহল ছেড়ে চলে আসায় মুকুটের মনে এক ধরনের প্রশান্তি বিরাজ করছে, তবে কিছু যেন হারানোর বেদনাও আছে মনের কোণে। তারপরও মনে এবং প্রতিটি রক্তবিন্দুর মধ্যে অজানা এক আনন্দ ও উচ্চাশা দোল খাচ্ছে। খুব সাময়িক সময়ের জন্য সে এখানে এসেছে। অন্যান্য শিক্ষকদের সাথে 'শিক্ষক মেসে' থাকছে। সবাই বৃহস্পতিবার হলেই সংসারের টানে বাড়ি চলে যায়, তাদের সবচেয়ে সবচেয়ে বড় আকর্ষণ বাড়ি আর সংসার। মুকুটের এখনো সে ধরনের সংসার নেই, তবে বিরাট এক বন্ধু সার্কেল আছে ঢাকায়। তাই বৃহস্পতিবার হলেই মুকুট চলে আসে ঢাকায়। ঢাকায় তার বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজন, যদিও আত্মীয়-স্বজনের বাসায় সে খুব কমই যায় কারণ তার মনে বিরাট স্বপ্ন, বিরাট আশা, সে খুব বড় হবে, জীবনে শাইন করবে, তারপরে আত্মীয়- স্বজনের বাসায় যাবে। তারপরেও বৃহস্পতিবার এলেই তার মনে আনন্দ আর ধরে না। প্রতি বৃহস্পতিবারই ঢাকায় চলে আসে, রাত কাটায়, শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকায় কাটিয়ে বিকেলে আবার কলেজের উদ্দেশে রওনা হয়।