দ্য রিটার্ন অভ দ্য নেটিভ টমাস হার্ডি/কাজী শাহনূর হােসেন: নিরিবিলি গ্রাম এগডন হীথে বাস করে ইউস্টেশিয়া আর উইলডেভ। পরস্পরকে ভালবাসে ওরা। কিন্তু ইউস্টেশিয়ার আকাঙ্ক্ষা বিয়ের পর প্যারিসে বাস করবে সে। প্যারিস প্রবাসী যুবক ক্লাইম ইয়ােব্রাইট বড়দিনে বেড়াতে এল এগড়ন হীথে । আকাশের চাদ যেন হাতে পেল ইউস্টেশিয়া। উইলডেভকে ছেড়ে ক্লাইমের প্রতি ঝুঁকে পড়ল মেয়েটি। কিন্তু ও কি জানত জীবনের সব সাধ-আহ্লাদ পূরণ হবার নয়? নিয়তি ওকে নিয়ে এ কেমন খেলা খেলল?
ব্ল্যাক টিউলিপ আলেকজাণ্ডার দ্যুমা/আসজাদুল কিবরিয়া: মিথ্যা ষড়যন্ত্রের জালে জড়িয়ে নির্দোষ তরুণ কর্নেলিয়াস ফন বেয়ার্ল বন্দি হলাে কারাগারে। সেখানেই পরিচয় কারারক্ষীর কন্যা রােসার সঙ্গে। দুজনে মিলে ব্ল্যাক টিউলিপ ফোটানাের কাজে হাত দিল । কিন্তু বাধা হয়ে দাড়াল বক্সটাল। এক লাখ গিন্ডার পুরস্কারের লােভে চুরি করল ব্ল্যাক টিউলিপ। মাথায় বাজ পড়ল কর্নেলিয়াসের। সে আর রােসা এখন কীভাবে উদ্ধার করবে ব্ল্যাক টিউলিপ? কীভাবে ছিন্ন করবে বক্সটালের ষড়যন্ত্রের জাল?
একবারই ফাসি হয়/ইসমাইল আরমান: পাচজন বিশ্ববিখ্যাত রহস্যসাহিত্যিক-সার আর্থার কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি, অস্টিন ফ্রিম্যান, ডরােথি লেই সেয়ার্স এবং ড্যাশেইল হ্যামেট। তাদের সৃষ্টি করা। সাতজন অমর গােয়েন্দা-শার্লক হােমস, এরকুল পােয়ারাে, পারকার পাইন, ড. থর্নডাইক, মি. বাড, লর্ড পিটার উইমজে এবং স্যামুয়েল স্পেড। দুনিয়া-কাপানাে দশটি ক্লাসিক গােয়েন্দা কাহিনি—জটিল রহস্য, রুদ্ধশ্বাস উত্তেজনা এবং তীক্ষ্ণধী সমাধানের অপূর্ব সম্ভার! রহস্য আর গােয়েন্দা কাহিনির ভক্তদের তাে বটেই, সেই সঙ্গে বাকি সবারও মন ভরিয়ে দেবে এ-বই পরীক্ষা প্রার্থনীয়।
Title
দ্য রিটার্ন অভ দ্য নেটিভ ব্ল্যাক টিউলিপ একবারই ফাঁসি হয়